দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

রাখি গুলজ়ার না কি রাখি মজুমদার? শিবপ্রসাদের কলমে ধরা পড়ল আদ্যন্ত বাঙালি রাখিদির অন্দরমহল

রাখি গুলজ়ার না কি রাখি মজুমদার? শিবপ্রসাদের কলমে ধরা পড়ল আদ্যন্ত বাঙালি রাখিদির অন্দরমহল

বলিউডের এক প্রখ্যাত মুখ, রাখি গুলজ়ার— অনেকেই তাঁকে জানেন হিন্দি ছবির শক্তিশালী অভিনেত্রী হিসেবে। কিন্তু তাঁর অন্তরের বাস যে এক রক্তমাংসের বাঙালিয়ানা, তা জানালেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই।

🍚 মাছ-ভাতে রাখি: রান্নার টেবিলেই ধরা পড়ে রসনার বাঙালিয়ানা

রাখিদির হাতে রাঁধা খিচুড়ি, লাবড়া, ভাজা আর চাটনির স্বাদ এখনও ভুলতে পারেন না শিবপ্রসাদ। শুধু নিজের জন্যই নয়, গোটা টিমের জন্য পাত পেতে খাওয়ানোর অভ্যেস তাঁর। এমনকি শুটিং চলাকালীন ফুচকার লোভ সামলাতে না পেরে কিশোরীর মতো খুশি হয়ে একের পর এক ফুচকা খেয়ে চলেছেন— এটাই তো বাঙালির আসল রসনা ও আবেগের প্রকাশ!

রাখি গুলজ়ার না কি রাখি মজুমদার? শিবপ্রসাদের কলমে ধরা পড়ল আদ্যন্ত বাঙালি রাখিদির অন্দরমহল

👗 শাড়িতে খুঁতখুঁতানি: পোশাকে শিকড়ের টান

রাখি গুলজ়ার হয়তো বলিউডের নামী অভিনেত্রী, কিন্তু শাড়ি নিয়ে তাঁর খুঁতখুঁতানিতে যেন দেখা মেলে এক খাঁটি বাঙালি গৃহবধূর। ‘আমার বস্’ ছবির জন্য নিজের আলমারি খুলে শাড়ি বেছে দিয়েছেন পোশাক পরিকল্পককে— এমন আন্তরিকতায় মুগ্ধ টিম।

📚 সুকুমার রায় থেকে রবীন্দ্রনাথ— বাংলা সাহিত্যেই রাখিদির প্রাণ

শুধু রান্না নয়, রাখিদির মুখে গড়গড় করে সুকুমার রায়ের কবিতা শোনা যেন এক আনন্দময় বিস্ময়। “ঠিকানা চাও? শোনো তাহলে…”— এমন উত্তরে মুম্বইবাসী রাখির ভিতরের বাঙালি মনের ঝলক দেখে মুগ্ধ শিবপ্রসাদ।

রাখি গুলজ়ার না কি রাখি মজুমদার? শিবপ্রসাদের কলমে ধরা পড়ল আদ্যন্ত বাঙালি রাখিদির অন্দরমহল

🎬 সিনেমার প্রতি প্রেম: বাংলা ছবির নিয়মিত দর্শক

‘হামি’ রাখিদির অন্যতম প্রিয় ছবি— জানালেন অভিনেত্রী সন্ধ্যা রায়। এটাই প্রমাণ করে, হিন্দি ছবির বাইরে বাংলা ছবির প্রতিও রয়েছে তাঁর অগাধ ভালোবাসা।

👫 আন্তরিকতা ও সম্পর্কের উষ্ণতা

শুটিং ফ্লোরে ‘দিদি’ হয়ে ওঠা, এক ভাই শিবুর জায়গায় শিবপ্রসাদকে আপন করে নেওয়া, শাসনে ও স্নেহে ভরা সম্পর্ক— এসবেই ফুটে ওঠে রাখি গুলজ়ার নামের আড়ালে এক চিরচেনা বাঙালি রাখি মজুমদার।

রাখি গুলজ়ার না কি রাখি মজুমদার? শিবপ্রসাদের কলমে ধরা পড়ল আদ্যন্ত বাঙালি রাখিদির অন্দরমহল

শেষ কথা: পদবিতে গুলজ়ার, হৃদয়ে আদ্যন্ত মজুমদার। রাখিদির রান্না, তাঁর শাড়ি নির্বাচন, সাহিত্যপ্রেম, কিংবা আন্তরিক সম্পর্ক— সবই প্রমাণ করে, বলিউডের মাঝে এক খাঁটি বাঙালি হৃদয় আজও গোপনে ধরা পড়ে। যতই নাম হোক গুলজ়ার, আমাদের কাছে তিনি রাখি মজুমদারই।

👉 আরও এমন বাঙালিয়ানায় ভরা গল্প পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে!


বলুন তো, আপনিও কি কখনও এমন কোনও বলিউড সেলেবকে দেখেছেন যাঁর মনটা এখনও গাঙের ধারে পড়ে থাকে? 😊

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!