আবার জোড়া গোল লিস্টনের, ডুরান্ড কাপে মোহনবাগানের দাপুটে জয় বিএসএফের বিরুদ্ধে

আবার জোড়া গোল লিস্টনের, ডুরান্ড কাপে মোহনবাগানের দাপুটে জয় বিএসএফের বিরুদ্ধে
London: India's Mohammed Siraj appeals for the wicket of England's Joe Root during the fourth day of the fifth Test match between India and England, at The Oval cricket ground, in London, England, Sunday, Aug. 3, 2025. (PTI Photo/R Senthilkumar)(PTI08_03_2025_000407B)

৪ঠা আগস্ট, ২০২৫ | কিশোরভারতী ক্রীড়াঙ্গন

ডুরান্ড কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান আবারও প্রমাণ করল কেন তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। কিশোরভারতী স্টেডিয়ামে বিএসএফ-কে ৪-০ ব্যবধানে হারিয়ে একতরফা জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন। ম্যাচে জোড়া গোল করলেন লিস্টন কোলাসো, একাধিক আক্রমণ গড়ে তুললেন সাহাল ও মনবীর।

প্রথমার্ধে কিছুটা চাপে পড়লেও ধীরে ধীরে খেলায় নিয়ন্ত্রণ আনে মোহনবাগান। শুরুতেই বিপজ্জনক দুটি সুযোগ তৈরি করেছিল বিএসএফ, কিন্তু গোল করতে ব্যর্থ হন কিশোরী। এরপর ম্যাচে ফিরতে থাকে মোহনবাগান। ২৪ মিনিটে রোশনের পাস থেকে হেডে প্রথম গোল করেন মনবীর সিংহ।

দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসোর ঝলকে ম্যাচ পুরোপুরি বদলে যায়। ৫০ ও ৫৫ মিনিটে পরপর দু’টি গোল করে লিস্টন কার্যত ম্যাচ ফিনিশ করে দেন। প্রথমটি সাহালের সঙ্গে দারুণ বোঝাপড়ায়, দ্বিতীয়টি একক দক্ষতায়। এরপর ৬১ মিনিটে সাহালের পাস থেকে গোলের দাবিতে উত্তাল হয় মাঠ, লাইন্সম্যানের সম্মতিতে চতুর্থ গোল পায় মোহনবাগান।

৭৮ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা মিস করেন লিস্টন, কারণ নিজে শট না নিয়ে পাস দিতে গিয়েছিলেন সাহালকে। শেষপর্যন্ত ৪-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। এই জয়ের ফলে ডায়মন্ড হারবারের সঙ্গে গ্রুপ শীর্ষে ওঠার লড়াই জমে উঠেছে।


🎯 ম্যাচ হাইলাইটস:

  • লিস্টন কোলাসো: ২ গোল (৫০’, ৫৫’ মিনিট)
  • মনবীর সিংহ: ১ গোল (২৪’ মিনিট)
  • সাহাল সামাদ: ১ গোল (৬১’ মিনিট, লাইন্সম্যানের ইঙ্গিত অনুযায়ী)
  • বিশাল কায়েথ: একাধিক গুরুত্বপূর্ণ সেভ
  • অবস্থান: কিশোরভারতী স্টেডিয়াম

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!