“মাছ, মিষ্টি, মোর”-এর শহর কলকাতায় পা রেখেই উপভোগ করলেন বাঙালি আতিথেয়তা। সৌজন্যে সৌরভ গঙ্গোপাধ্যায়। বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আদিত্য রয় কাপুর এসেছিলেন কলকাতায়, তাঁদের আসন্ন ছবি “মেট্রো ইন দিনো”-র প্রচারের জন্য। আর সেই সফরের মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে তাঁদের জন্য ছিল এক ভরপুর বাঙালি নৈশভোজ।
রাত ৯টা ১৫: মঙ্গলচণ্ডী ভবনের সামনে সাংবাদিকদের ভিড়
বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য সাংবাদিক ও অনুরাগী। কারণ সারা ও আদিত্য পৌঁছেছিলেন সৌরভের বেহালার বাড়ি মা মঙ্গল চণ্ডী ভবনে। একদম বাঙালি ঘরোয়া পরিবেশে দুই বলিউড তারকার জন্য সাজানো হয়েছিল বিশেষ মেনু।
মেনুতে ছিল কী? আলু পোস্ত, মাছ, আর মরশুমি আম!
বাংলা বাড়ির আতিথেয়তায় ‘পোস্ত’ না থাকলে চলে? সেখানেই খাওয়ানো হয় আলু পোস্ত, মরশুমি আম, ও অবশ্যই বাঙালির অমোঘ প্রেম মাছের পদ। খাবার এতটাই মজাদার ছিল যে, বাইরে বেরিয়ে সারা ও আদিত্যর মুখে ছিল প্রশংসার ঝলক।
এক মজার মুহূর্তও ঘটে সাংবাদিকদের সামনে—সারা যখন খাবারের বর্ণনা দিতে গিয়ে আলুর পদটির নাম ভুলে যান, তখন পাশে থাকা সৌরভ হেসে বলে দেন—”পোস্ত”!

ক্রিকেট থেকে সিনেমা: জমজমাট আড্ডা স্নেহাশিসের সঙ্গে
নৈশভোজের সময় সারা ও আদিত্যর সঙ্গে দেখা করেন সৌরভের দাদা ও CAB সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ক্রিকেট ও সিনেমা ঘিরে জমে ওঠে আড্ডা।

ইডেনে সিনেমার প্রচার, তারপর সৌরভের বাড়ি
এর আগে বৃহস্পতিবার বিকেলে ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের এক ম্যাচে হাজির ছিলেন সারা ও আদিত্য। ঘুরে দেখেন ক্লাব হাউসও। সেখান থেকেই সোজা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান তাঁরা।

শেষ পর্ব: শহরের একটি ক্যাফেতে প্রচার শেষ
নৈশভোজ শেষে বলিউড তারকারা যান শহরের একটি ক্যাফেতে, যেখানে চলছিল ছবির আরও এক প্রোমোশনাল ইভেন্ট।

সৌরভের বাড়ির গৃহসজ্জা থেকে পাতে পরিবেশন—সব মিলিয়ে একেবারে ঘরোয়া বাঙালি আতিথেয়তায় মজে গেলেন বলিউড তারকারা। আর.ডি.বর্মনের গানের শহর, বাঙালি রান্নার গন্ধ আর ক্রিকেট নস্টালজিয়া—সব মিলিয়ে সারা ও আদিত্যর জন্য স্মরণীয় হয়ে থাকল এই কলকাতা সফর।