দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মাত্র ১০ টাকায় মোবাইল রিচার্জ: নতুন নিয়মে সস্তার ট্যারিফ নিয়ে ট্রাই-এর নির্দেশ

মাত্র ১০ টাকায় মোবাইল রিচার্জ: নতুন নিয়মে সস্তার ট্যারিফ নিয়ে ট্রাই-এর নির্দেশ

নয়া দিল্লি: মোবাইল এখন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু রিচার্জের খরচের জন্য অনেকেই সমস্যায় পড়েন। বিশেষত যাদের দুটি সিম আছে, তারা মাসে মাসে দুটি সিমই রিচার্জ করতে বাধ্য হন। আগে ১০-২০ টাকায় রিচার্জ করা সম্ভব হলেও, এখন ৩০০-৪০০ টাকার নিচে রিচার্জের প্ল্যান পাওয়া দুষ্কর। তবে এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)-র নতুন নির্দেশে বদল আসতে চলেছে।

ট্রাই জানিয়েছে, জানুয়ারি মাস থেকে টেলিকম কোম্পানিগুলিকে গ্রাহকদের জন্য ন্যূনতম ১০ টাকার রিচার্জ এবং ৩৬৫ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাদের দুটি সিম আছে, তারা শুধু ভয়েস প্ল্যান রিচার্জ করার সুবিধা পাবেন। রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, বিএসএনএল-সহ সমস্ত টেলিকম কোম্পানিকে এই নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকদের জন্য কী সুবিধা আনছে ট্রাই?

  1. ১০ টাকার রিচার্জ প্ল্যান: গ্রাহকদের জন্য ন্যূনতম ১০ টাকার টপ-আপ ভাউচার বাধ্যতামূলক।
  2. ৩৬৫ দিনের ভ্যালিডিটি: ৯০ দিনের বদলে বছরে একবার রিচার্জ করে সারাবছর প্ল্যান ব্যবহার করার সুযোগ।
  3. ভয়েস ও এসএমএস প্ল্যান: ২জি ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য শুধুমাত্র ভয়েস ও এসএমএস প্ল্যানের বিশেষ সুবিধা।

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?

সূত্রের খবর, জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই নির্দেশ কার্যকর হতে পারে। এই নতুন নিয়ম বিশেষত গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য অত্যন্ত উপকারী হবে।



Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!