দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
টেক্কা টিজার: স্কুলছাত্রী অপহরণ ও বিচার দাবিতে দেব, থামাতে মরিয়া রুক্মিণী, অস্থির স্বস্তিকা

টেক্কা টিজার: স্কুলছাত্রী অপহরণ ও বিচার দাবিতে দেব, থামাতে মরিয়া রুক্মিণী, অস্থির স্বস্তিকা

পুজোর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘টেক্কা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।

টিজার পোস্ট করে ছবির প্রধান চরিত্র দেব লেখেন, “বিদ্রোহ ও প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি…”। তিনি আরও জানান, ‘বেশ বড় বাজি রাখা হয়েছে। সব পদক্ষেপই জুয়া। খেলা চলছে… খেলার সাহস আছে তো? এখনই দেখুন টেক্কার টিজার।’

বিভিন্ন চরিত্রে দেখা গেছে দেবকে, কিন্তু ‘টেক্কা’ ছবিতে প্রথমবারের মত একজন অপহরণকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। টিজারটি শুরু হয় দেবের চরিত্র ইকলাখকে দিয়ে, যেখানে তিনি একটি স্কুলের বাইরে একটি কিশোরীকে অপহরণ করছেন, এবং এই দৃশ্যের মধ্যেই জনতার প্রতিরোধ দেখা দেয়। দেবকে বলতে শোনা যায়, “পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ গরিব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ানো, যাদের খোঁজ কেউ রাখে না। তবে এবার চিনবে।”

টিজারে রুক্মিণী মৈত্রকে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গেছে, যেখানে তিনি বেশ চ্যালেঞ্জিং চরিত্রে উপস্থিত হয়েছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রটি টিজারে স্পষ্ট না হলেও, সূত্র অনুযায়ী তিনি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়া, সিনেমায় সৃজিত মুখোপাধ্যায়কেও দেখা যেতে পারে, তবে সেই জন্য সিনেমার পর্দায় নজর রাখতে হবে। ‘টেক্কা’ মুক্তি পাবে ৮ অক্টোবর।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!