দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

এ বারের বড়দিনে অ্যাকশন অবতারে দেব, মুক্তি পেল ‘খাদান’ ছবির টিজার

এ বারের বড়দিনে অ্যাকশন অবতারে দেব, মুক্তি পেল 'খাদান' ছবির টিজার

বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে। সুজিত রিনো দত্ত তাঁর বহুচর্চিত ছবি ‘খাদান’। সিনেমার টিজার সামনে আসলো আজ বৃহস্পতিবার। পুলিশের পোশাক ছেড়ে এবার মাফিয়া লুকে দেব ৷ অ্যাকশন চরিত্রে দেব আরও রাফ অ্যান্ড টাফ ৷ খাদান-এ ইধিকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে দেবকে। কয়লাখনিতে মাফিয়া রাজ, বন্ধুত্ব-ভালোবাসা ও মারকাটারি অ্যাকশন, বিনোদন ও মশালার ভরপুর আমেজ রয়েছে এই টিজারে ৷

এই ছবি ঘিরে বাংলা ছবিতে নাকি ফের বলিউড-যোগ ঘটতে চলেছে। উঠে আসছে দু’টি নাম— বিদ্যুৎ জামওয়াল অথবা সুনীল শেট্টি। এঁদের এক জনকে ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। বাংলা ছবিতে এর আগে কয়লাখনিকে বিষয় করা হয়নি। সেখানকার মানুষদের অভাব-অভিযোগ, সুখ-দুঃখ মাখা জীবনও সবিস্তারে দেখানো হয়নি। সুজিত রিনো দত্ত সেই পথে হাঁটতেই নড়ে বসেছে টলিউড।

ছবির দুই স্তম্ভ দেব এবং যিশু। তাঁদের বন্ধুত্ব এই ছবির মূল আকর্ষণ। যিশু ছবিতে কীর্তনিয়া মোহন দাস। দুর্দান্ত শ্রীখোল বাজান। দেব পুরুলিয়ার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি শ্যাম মাহাতো, যিনি চাকরির খোঁজে আসবেন। একে একে যুক্ত হয়েছেন ইধিকা পাল, বরখা বিশ্ত, অম্বরীশ ভট্টাচার্য, জন ভট্টাচার্য প্রমুখ।

আর জি কর মেডিকেল হাসপাতালের একজন চিকিৎসককে ধর্ষণ করে খুন করার নারকীয় ঘটনার প্রতিবাদে দেব তার নতুন ছবি, ‘খাদান’ এর টিজার মুক্তির দিন পিছিয়ে দিয়েছিলেন। ১৪ই আগস্ট তার আগামী ছবির টিজার মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই দিনই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে লক্ষ মানুষের ঢল নামে।  দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!