হাতে তির-ধনুক! আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে আদিবাসী সংগঠন

হাতে তির-ধনুক! আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে আদিবাসী সংগঠন

আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নেমেছে আদিবাসী সংগঠন। তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গোটা রাজ্যজুড়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ক্রমশ জোরালো হয়ে উঠছে। শুধু রাজ্য নয়, এই প্রতিবাদ দেশ এবং দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছেছে। আরজিকর কাণ্ডের এই মর্মান্তিক ঘটনাটি সমস্ত শ্রেণির মানুষকে নাড়া দিয়েছে। রাজনৈতিক ব্যানার ছাড়াই সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী এবং অভিনেতারা পর্যন্ত অরাজনৈতিকভাবে এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন।

আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। এই প্রতিবাদ এখন শহর ছাড়িয়ে মফস্বল এবং গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। এবার এই ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছে আদিবাসী সংগঠন ‘ভারত জাকাত মাঝি পরগানা মহল’।

২০ আগস্ট, এই সংগঠনের পক্ষ থেকে মেচোগ্রামে জাতীয় সড়ক এবং ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যা প্রায় ৪৫ মিনিট ধরে চলতে থাকে। অবশেষে, পাঁশকুড়া থানার পুলিশের অনুরোধে অবরোধকারীরা অবরোধ তুলে নেন।

সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেন্দ্র নাথ মুর্মু জানান, ভারত জাকাতের কেন্দ্রীয় কমিটির ডাকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ ও অবরোধ সংগঠিত হয়। তিনি বলেন, “আমরা দোষীদের কঠিন শাস্তি চাইছি। এক চিকিৎসকের নির্মম হত্যা এবং বর্ধমানে এক নার্সিং পড়ুয়াকে নলি কেটে খুন করা হয়েছে। এই দুটি ঘটনারই প্রতিবাদে আমরা দু’ঘণ্টার প্রতিকি অবরোধ করেছি এবং গোটা রাজ্যজুড়ে এই কর্মসূচি পালন করছি, যাতে খুনিদের কঠোর শাস্তি দেওয়া হয়।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!