২১ সেপ্টেম্বর ২০২৪: পুজোর প্রস্তুতি শুরু হতেই শুরু হয়ে গেল বেঙ্গল শপিং ফেস্টিভ্যাল। শুক্রবার মিলন মেলা প্রাঙ্গণে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত এই শপিং মেলা চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলার দরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উৎসবের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং অর্থ উপদেষ্টা অমিত মিত্র।

মেলায় কী কী পাওয়া যাবে
এই শপিং ফেস্টিভ্যালে আপনি পাবেন পোশাক, গয়না, ইলেকট্রনিক সামগ্রী, চামড়ার পণ্য সহ নানা ধরনের সামগ্রী। বাংলার হস্তশিল্প, ফ্যাশন ফেব্রিক, চাল, মধু, মিষ্টি সহ আরও অনেক কিছু প্রদর্শিত হবে এখানে। মেলায় ৪০০টিরও বেশি স্টল রয়েছে, যেখানে শাড়ি, গয়না সহ বিভিন্ন রকম পণ্য বিক্রির ব্যবস্থা করা হয়েছে। শপিংয়ের পাশাপাশি ভোজনরসিকদের জন্য বিভিন্ন দেশি ও বিদেশি খাবারের স্টলও রয়েছে, যা পুজোর কেনাকাটার সঙ্গে ভোজের মজাও দেবে।

পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি রাজ্যের ২৩টি জেলার জনপ্রিয় মিষ্টি নিয়ে হাজির হয়েছে মেলায়। বিশেষ কিছু পণ্যের ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়।
মুখ্যমন্ত্রীর বার্তা
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের উদ্দেশ্যে জেলায় জেলায় শপিং মল গড়ে তোলার কথা বলেছেন। তিনি বলেন, রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে জেলাগুলির শপিং মলে তাদের পণ্য প্রদর্শনের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে। পাশাপাশি, শপিং মল নির্মাণের জন্য বেসরকারি বিনিয়োগকারীদের এক একর জমি দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি। এই মলগুলোতে সিনেমা হলও থাকবে, যা সাধারণ মানুষের বিনোদনের জায়গা হবে।