ছোট্ট রাহার মিষ্টি কথোপকথন: ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

ছোট্ট রাহার মিষ্টি কথোপকথন: ঠাকুমা নীতু কাপুরকে দেখে কী বলল আলিয়াকন্যা?

আলিয়া ভাট ও রণবীর কাপুরের কন্যা রাহা (Raha Kapoor) এবার সোশাল মিডিয়ায় সবার মন জয় করেছে। জন্মের প্রায় দুই বছর হতে চলল, আর তার মুখে এখন আধো বুলি, যা অত্যন্ত আদুরে। সম্প্রতি রাহা ও তার পিতামাতা মুম্বাই ছাড়ার সময় ঠাকুমা নীতু কাপুরের সঙ্গে এক মিষ্টি মুহূর্তের সাক্ষী হলো সকলে।

বিমানবন্দরের সিকিউরিটি চেকের সময়, আলিয়া এবং রণবীর যখন রাহাকে নিয়ে ঢুকছিলেন, তখন তাঁদের চারপাশে ছিলেন অনেক পাপারাজ্জি। এই সময় রাহা প্রথমে একটু ভয়ে ছিল, কিন্তু দ্রুতই তাঁর মুখে ফুটে ওঠে হাসি। সে হাত দিয়ে ইশারা করতে শুরু করে।

আসলে, রাহার এই খেলার মতো ইশারা ছিল ঠাকুমার উদ্দেশেই। নীতু কাপুর ছেলেকে আলিঙ্গন করে আদর করেন এবং আলিয়ার গালে চুমু খান। এরপর রাহার সঙ্গে শুরু হয় নীতুর মজাদার কথোপকথন। ভিডিওতে দেখা যায়, রাহা ‘স্টাচু স্টাচু’ খেলা শুরু করে। সে ঠাকুমাকে আধো আধো কথায় ‘স্টাচু’ বলছে, আর নীতু হাসি হাসি মুখে নাতনিকে চুপ করতে বলছিলেন।

এই মিষ্টি কথোপকথন তেমন বেশি সময় স্থায়ী হয়নি, কারণ রাহা ও তার পিতামাতা দ্রুত বিমানবন্দরের ভিতরে চলে যান। কিন্তু ঠাকুমা নীতু বাইরে থেকে তাঁদের বিদায় জানান। এই খুনসুটির ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, এবং সকলে এই সুন্দর মুহূর্তের প্রশংসা করছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!