দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটের ২৭৬ বছর পূর্তিতে চালু হল নতুন ওয়েবসাইট

গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটের ২৭৬ বছর পূর্তিতে চালু হল নতুন ওয়েবসাইট

উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিট পশুপাখিপ্রেমীদের কাছে অতি পরিচিত নাম। প্রতি রবিবার এখানে হাট বসে। ভোর ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে বেচাকেনা। হাঁস, মুরগি, খরগোশ, ইঁদুর, কুকুর, মাছ, পায়রা—পোষ্যদের হরেক সম্ভার নিয়ে হাজির হন বিক্রেতারা। কলকাতা তো বটেই, জেলার দূরদূরান্ত থেকেও বহু মানুষ হাটে আসেন।

গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাটের ২৭৫ বছরের ইতিহাস অতিক্রম করে চালু হল একটি ওয়েবসাইট। গ্যালিফ স্ট্রিট পোষ্য হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই বাজারের জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। রবিবার এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে সামান্য এগোলেই গ্যালিফ স্ট্রিটে পৌঁছানো যায়। প্রতি রবিবার এই এলাকায় হরেক রকমের পোষ্যর প্রদর্শনী চলে। মাছ থেকে শুরু করে কুকুর— সবই এই হাটে পাওয়া যায়। অনেকেই এই বাজারকে বাগবাজার শখের হাট নামে চেনেন।

রবিবার সেই পোষ্য হাটের নতুন ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এই ওয়েবসাইট চালু হওয়ার মধ্য দিয়ে হাটের ২৭৬ বছর পূর্তির দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকল। উদ্যোক্তাদের মতে, এই ওয়েবসাইটের মাধ্যমে পোষ্যপ্রেমীরা অনলাইনে বিভিন্ন রঙের মাছ, কুকুর, পাখি, খরগোশ, ইঁদুর, গিনিপিগ এবং অন্যান্য বৈধ পোষ্যসংক্রান্ত তথ্য ও বিক্রেতাদের সম্পর্কে জানতে পারবেন। পাঁচ লক্ষেরও বেশি মানুষ এই পেশার উপর নির্ভরশীল, এবং কয়েক কোটি পোষ্যপ্রেমী দেশজুড়ে ছড়িয়ে আছে। তাদের সুবিধার্থেই এই নতুন ওয়েবসাইটের সূচনা করা হয়েছে। শুধু পোষ্য নয়, এই ওয়েবসাইটে গাছপালা সম্পর্কিত নানা তথ্যও পাওয়া যাবে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!