কর্নাটকী সঙ্গীতের রানি এম এস সুব্বুলক্ষ্মীকে শ্রদ্ধা জানিয়ে বিদ্যা বালানের নীল শাড়ির অনন্য ফটোগ্রাফিক ট্রিবিউট

ভারতরত্ন এম এস সুব্বুলক্ষ্মী রূপে বিদ্যা বালান

কর্নাটকী সঙ্গীতের কিংবদন্তি এম এস সুব্বুলক্ষ্মীর (MS Subbulakshmi) প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিদ্যা বালান (Vidya Balan) তাঁর রূপে এক অভিনব ফটোগ্রাফিক ট্রিবিউট দিয়েছেন। বহুপ্রতিভাধর সুব্বুলক্ষ্মী শুধু সঙ্গীতের জগতে নয়, অভিনয়েও তাঁর দক্ষতা প্রমাণ করেছেন। ভারতরত্ন সম্মান প্রাপ্ত সুব্বুলক্ষ্মীকে নিয়ে বিদ্যার এই অভিনব লুক দেখে অনেকেই ধারণা করেছেন, হয়তো বিদ্যা নতুন কোনো বায়োপিকে অভিনয় করতে চলেছেন। তবে এরকম কোনো সিনেমা তৈরির খবর এখনও আসেনি।

এই ফটোগ্রাফিক ট্রিবিউট আসলে এম এস সুব্বুলক্ষ্মীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বিদ্যা বালান ও ফটোগ্রাফার রোহন পিঙ্গালার এক সৃজনশীল প্রয়াস। সুব্বুলক্ষ্মীর শাড়ি পরার স্টাইল থেকে তাঁর সিঁদুরের বিশেষ টিপ, তার উপরে বিভূতির টিকা—এই সবকিছুই পুনঃনির্মাণ করেছেন বিদ্যা। এই বিশেষ ট্রিবিউটে তাঁর সঙ্গী ছিলেন অনু পার্থসারথী, আর সুব্বুলক্ষ্মীর পরিবার থেকে পরামর্শ দিয়েছেন সুব্বুলক্ষ্মীর নাতবউ শিক্কিল মামা চন্দ্রশেখর।

ছবির ক্যাপশনে বিদ্যা জানিয়েছেন যে, পণ্ডিত জওহরলাল নেহেরু এম এস সুব্বুলক্ষ্মীকে ‘ক্যুইন অফ মিউজিক’ উপাধিতে ভূষিত করেছিলেন, এবং সরোজিনী নাইডু তাঁকে বলতেন ‘নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া’। বিদ্যার এই ফটোগ্রাফিক প্রজেক্টটি এম এস সুব্বুলক্ষ্মীর প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।

এদিকে বিদ্যা বালানের ভক্তরা ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমায় তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই সিনেমা নভেম্বর মাসেই মুক্তি পাবে এবং ছবিতে কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি দিমরিও অভিনয় করছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!