দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
'আমাদের দুর্গা যেন বিচার পায়': কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

‘আমাদের দুর্গা যেন বিচার পায়’: কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

৭ই সেপ্টেম্বর, শনিবারঃ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়ে এ বার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই মিছিলের জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা— ‘কুমোরটুলির আওয়াজ, আমাদের দুর্গা যেন ন্যায় পায়’।

এই মিছিলের আহ্বান জানিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের সংগঠন, ‘কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতি’। সংগঠনের সম্পাদক বাবু পাল জানিয়েছেন, ‘‘কুমোরটুলি হল মাটির দুর্গা তৈরির কেন্দ্রবিন্দু। কিন্তু একজন নারীর, আমাদের সমাজের এক ‘রক্তমাংসের দুর্গা’-র উপর অত্যাচার হয়েছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে পথে নামছি।’’ পুজোর সময়সীমার মধ্যে সাধারণত মৃৎশিল্পীরা প্রচণ্ড ব্যস্ত থাকলেও, তারা এই পরিস্থিতিতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

রবিবারের এই মিছিলটি কুমোরটুলি থেকে শুরু হবে, এবং ঘটনাক্রমে সোমবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। যদিও বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা ছিল, সেটি স্থগিত হয়ে সোমবার প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়ের বেঞ্চে তা অনুষ্ঠিত হবে। মিছিলে মৃৎশিল্পীদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন বলে জানা গেছে।

আরজি কর-কাণ্ডকে কেন্দ্র করে সারা কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিক আন্দোলন তীব্র হয়ে উঠছে। অনেকেই আশঙ্কা করছেন, পুজোর সময় এই আন্দোলন কীভাবে প্রভাব ফেলতে পারে তা নিয়ে। ইতিমধ্যে কয়েকটি পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এ বছর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আর্থিক সাহায্য গ্রহণ করবে না। ব্যবসায়ী মহলের মতে, এর ফলে এ বছর পুজোকে কেন্দ্র করে অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রভাব পড়তে পারে। এই সমগ্র পরিবেশের মধ্যে দাঁড়িয়ে, কুমোরটুলির মৃৎশিল্পীরা নির্যাতিতার বিচার চেয়ে রবিবারের মিছিলে অংশগ্রহণ করবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!