Ad_vid_720X90 (1)
Advertisment
মুখবদল হতে চলেছে জি বাংলা বিখ্যাত 'রান্নাঘর' অনুষ্ঠানের সঞ্চালকের

মুখবদল হতে চলেছে জি বাংলা বিখ্যাত ‘রান্নাঘর’ অনুষ্ঠানের সঞ্চালকের

অম্বিকা কুন্ডু, কলকাতা:
জি বাংলা এর নতুন শো ‘রান্নাঘর’ এ এবার সুদীপার বদলে সঞ্চালনায় থাকবে কনীনিকা। বেশ কয়েক বছর পর পুনরায় ছোট পর্দায় ফিরতে চলেছেন কনীনিকা। আর দু-একদিনের মধ্যেই শ্যুটিং শুরু হতে চলেছে ‘রান্না ঘরের’।
রান্নাঘর অনুষ্ঠানটি করার জন্য রাজি হওয়ার কারণ জানতে চেয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন ‘আমাদের মতো অভিনেতা অভিনেত্রীদের ছোটপর্দা ছাড়া রোজগারের সুযোগ খুব কম। যে পরিধির কাজ আমরা পাই, সেটা নিয়ে টিঁকে থাকা যায় না। সবাই কিছু না কিছু অন্য করছে। আমার মত গত ৬মাস হাসপাতালে ভর্তি, বাড়িতে ছোট্ট কিয়া.. এই মুহূর্তে আমার হাতে মেগা সিরিয়ালের কাজ নেওয়া সম্ভব নয়। জি বাংলা আমার কাছে পরিবারের মতো। যখন এই অফারটা এল, মনে হয়েছিল মেগার মতো সময় দিতে হবে না। কিন্তু মেয়েকে সামলে কাজটা করতে পারব। আসলে এই টিমটা আমার ভীষণ প্রিয়। এই টিমের সঙ্গেই তো ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর মতো ছবিতে অভিনয় করেছি। ‘রান্নাঘর’ তাই আমার কাছে অনেকটা ঘরে ফেরার মতোই।’

দীর্ঘদিন ধরে এই রান্নাঘর অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায় ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। এখন সেই আসনে এখন নিজেকে দেখতে পেয়ে তার কাছে কতটা চ্যালেঞ্জিং এটা? এর উত্তরে কনীনিকা বলেন ‘জীবনের এমন একটা সময়ে পৌঁছে গিয়েছি, যখন আর এগুলো নিয়ে ভাবি না। যে কাজই করব, ভালবেসে করব। সুদীপার জায়গায় আমি নতুন মুখ.. এই মুহূর্তে এই ভাবনা মাথাতেই আসছে না। তার চেয়ে অনেক বেশি ভাবাচ্ছে, শো-টা কীভাবে সাকসেসফুল হবে। ১৪ বছর আগে যেভাবে রান্নাঘর চলেছিল.. এখন যুগ বদলেছে। মানুষ এখন রান্না দেখেন শর্টস-এ। ১ মিনিটে। সেই জায়গায় দাঁড়িয়ে আধঘণ্টার একটা কুকিং শোকে দাঁড় করানো যথেষ্ট চ্যালেঞ্জের। সেটাই আমায় অনেক বেশি ভাবাচ্ছে। তবে যেটাই করব, নিজের সেরাটা দেব। অনেক ছোট বয়স থেকেই সঞ্চালনা করছি। আশা করি মানুষকে নতুন স্বাদ দিতে পারব রান্নাঘর-এ।’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!