Ad_vid_720X90 (1)
Advertisment
নতুন জীবন শুরু করলেন অদিতি ও সিদ্ধার্থ: বাগ্‌দানের পাঁচ মাস পরে বিয়ে সম্পন্ন

নতুন জীবন শুরু করলেন অদিতি ও সিদ্ধার্থ: বাগ্‌দানের পাঁচ মাস পরে বিয়ে সম্পন্ন

অবশেষে গুঞ্জন সত্যি হলো। জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দরি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ আজ বিয়ে করেছেন। সোমবার সকালে নবদম্পতি সমাজমাধ্যমে তাঁদের বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করেছেন।

ছবিতে স্পষ্ট, দক্ষিণী রীতিতে সাজানো হয়েছে বিয়ের অনুষ্ঠান। সিদ্ধার্থ সাদা পঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরে রয়েছেন, অন্যদিকে অদিতির পরনে তসর রঙের শাড়ি। তিনি মানানসই সোনা এবং চুনির গয়নায় সাজানো। ছবি পোস্ট করে দম্পতি লিখেছেন, “সারা জীবনের সঙ্গী হওয়ার সফরে, চিরকালীন ভালবাসা, আলো এবং জাদুর উদ্দেশে।” তাঁরা নিজেদের ‘আদু’ এবং ‘সিধু’ হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৭ মার্চ অদিতি ও সিদ্ধার্থ আংটিবদল করেন, তবে সেই সময় অনুষ্ঠানে ছিল গোপনীয়তার ছাপ। পরিবার এবং নিকটজনদের উপস্থিতিতে ছোট আকারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে। জানা গেছে, অদিতি ও সিদ্ধার্থ ওয়ানাপার্থি শহরের একটি ৪০০ বছরের পুরনো মন্দিরে সাত পাকে বাঁধা পড়েছেন।

অদিতি ও সিদ্ধার্থের প্রেমের গল্প শুরু হয় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘মহা সমুদ্রম’-এর সেটে। যদিও সমাজমাধ্যমে তাঁরা আদুরে ছবি ও ভিডিও পোস্ট করলেও সম্পর্কের বিষয়ে কখনও মুখ খোলেননি। এটি উভয়ের জন্যই দ্বিতীয় বিয়ে, কারণ সিদ্ধার্থের প্রথম বিয়ে ছিল ছোটবেলার বান্ধবী মেঘনার সঙ্গে, যা দীর্ঘস্থায়ী হয়নি।

অদিতি ও সিদ্ধার্থের নতুন পথচলায় তাঁদের অনুরাগীরা খুশি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!