দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

হুন্ডাই আলকাজার: হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুলবে গাড়ির দরজা? দারুণ সব ফিচার!

হুন্ডাই আলকাজার: হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুলবে গাড়ির দরজা? দারুণ সব ফিচার!

হুন্ডাই আলকাজার ডিজিটাল কী ফিচার: হুন্ডাই আলকাজার ফেসলিফট মডেলে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল কী-এর বৈশিষ্ট্য। এই ফিচারের সাহায্যে আপনি কোনো চাবি ছাড়াই আপনার গাড়ির দরজা খুলতে পারবেন। ভারতীয় বাজারে হুন্ডাই আলকাজার মডেলটি নিয়ে এসেছে এমন একটি ফিচার, যা সাধারণত বিলাসবহুল গাড়িতেই দেখা যায়। উদাহরণ হিসেবে বিএমডব্লিউ ৫ সিরিজের কথা উল্লেখ করা যেতে পারে, যেখানে এই ফিচারটি একমাত্র ওই গাড়িতেই পাওয়া যায়। অথচ হুন্ডাই তার আলকাজার মডেলে মাত্র ১৫ লাখ টাকার মধ্যে এই সুবিধা নিয়ে এসেছে।

হুন্ডাই আলকাজারের দারুণ ফিচারগুলো

হুন্ডাই আলকাজার ফেসলিফট মডেলে ডিজিটাল কী-এর বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে আপনি চাবি ছাড়াই গাড়ির দরজা খুলতে পারবেন। যদি কখনো আপনার চাবি বাড়িতে ভুল করে রেখে আসেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠালেই গাড়ির দরজা খুলে যাবে। আপনার চাবি অন্য কেউ ডিজিটালি আনতে পারবেন এবং দরজা খুলে যাবে।

কিভাবে কাজ করে ডিজিটাল কী ফিচার?

এই ডিজিটাল কী ফিচারটি মূলত আপনার স্মার্টফোন থেকে কাজ করে। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ব্লু লিঙ্ক অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং সেখানে ভেহিকল ডিজিটাল কী অপশনে যেতে হবে। ডিজিটাল কী পেতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আপনি ডিজিটাল কী পাবেন, যা আপনি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্কে ক্লিক করলেই দরজা খুলে যাবে।

গাড়ির হ্যান্ডলে আপনার স্মার্টফোন টাচ করলেই দরজা খুলে যাবে। গাড়ি চালু করতে হলে আপনার ফোনটি স্ক্রিন সাইড আপ সহ ওয়্যারলেস চার্জিং পয়েন্টে রাখতে হবে। এইভাবেই গাড়িটি চাবি ছাড়াই স্টার্ট হবে এবং ডিজিটাল কী-এর মাধ্যমে সহজেই গাড়িটিকে ফের লক করা যাবে।

২০২৪ হুন্ডাই আলকাজারের দাম

২০২৪ সালের হুন্ডাই আলকাজার ফেসলিফট ভার্সন বাজারে এসেছে ৯ সেপ্টেম্বর। এই গাড়িটি ৬ সিটার ও ৭ সিটার ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর দাম শুরু হচ্ছে ১৪.৯৯ লক্ষ টাকা থেকে এবং সর্বোচ্চ ভ্যারিয়ান্টের দাম ২১.৫৫ লক্ষ টাকা পর্যন্ত।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!