দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সোনি বাজারে আনল নতুন ইয়ারবাডস: উন্নত প্রযুক্তির সাথে ডব্লিউএফ-সি৫১০

সোনি বাজারে আনল নতুন ইয়ারবাডস: উন্নত প্রযুক্তির সাথে ডব্লিউএফ-সি৫১০

সোনি তাদের নতুন প্রজন্মের ডব্লিউএফ-সি৫১০ ওয়্যারলেস ইয়ারবাডস বাজারে নিয়ে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী এ ইয়ারবাডসে যুক্ত হয়েছে একাধিক ফিচার, যা মিউজিক লাভারদের জন্য বিশেষ আকর্ষণীয়।

উন্নত কানেক্টিভিটি ও ডিজাইন:
এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট। ৬ মিলিমিটারের ড্রাইভার এবং ইন-ইয়ার ডিজাইন এটিকে আরো উন্নত করেছে। মাল্টিপয়েন্ট কানেকশন সুবিধার কারণে একসঙ্গে দু’টি ব্লুটুথ ডিভাইসের সাথে সংযুক্ত করা সম্ভব। এছাড়া হালকা ট্যাপের মাধ্যমেই এটি পরিচালনা করা যায়।

ঘাম ও জল প্রতিরোধ ক্ষমতা:
সোনির নতুন ইয়ারবাডস ওয়াটার এবং সুয়েট রেজিসট্যান্ট হওয়ায় এটি জিম, জগিং, বা যেকোনো শরীরচর্চার সময় ব্যবহার উপযোগী। ঘাম বা পানিতে এটি সহজে নষ্ট হবে না, যা এটিকে আরো টেকসই করে তুলেছে।

দ্রুত পেয়ারিং ও দীর্ঘস্থায়ী ব্যাটারি:
কুইক পেয়ারিং এবং সুইফট পেয়ারিংয়ের মাধ্যমে এটি দ্রুত ব্লুটুথ ডিভাইসের সাথে সংযুক্ত হয়। চার্জিং কেস ছাড়াই ইয়ারবাডস প্রায় ১১ ঘণ্টা ব্যবহার করা যাবে। কেস থেকে বের করে যে কোনো একটি ইয়ারবাড আলাদাভাবে ব্যবহার করা যাবে।

অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড:
ইয়ারবাডসে রয়েছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড, যা মিউজিক শোনার সময় বাইরের শব্দ থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দেয়। অ্যান্ড্রয়েড এবং আইওএস—দু’ধরনের ডিভাইসেই এটি কাজ করবে।

বিভিন্ন রঙে উপলব্ধ ও দাম:
সোনি ডব্লিউএফ-সি৫১০ ইয়ারবাডস কালো, নীল, সাদা এবং হলুদ রঙে বাজারে এসেছে। ভারতীয় বাজারে এর দাম রাখা হয়েছে মাত্র ৪,৯৯০ রুপি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!