সিপিআইএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত কিছু দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় নয়া দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, আজ দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ফুসফুসে সংক্রমণ ছিল এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম নেতা। ১৯ অগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং তিনি আইসিইউতে ছিলেন। ৫ সেপ্টেম্বর, তাঁর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। বুধবার রাতে এইমস-এর চিকিৎসকরা জানিয়েছেন, সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সংকটজনক হলেও কিছুটা স্থিতিশীল ছিল।
গত অগস্টে তাঁর চোখের ছানি অপারেশন হয়েছিল, সেই কারণে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর কলকাতায় আসতে পারেননি। এর পরে তিনি ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হন।
১৯ অগস্ট থেকে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার ওপর নজর রাখছিলেন। গত মঙ্গলবার সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছিল, সীতারাম ইয়েচুরিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে এবং তাঁর অবস্থার সংকট রয়েছে। তবে বুধবার জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
১৯৫২ সালে তৎকালীন মাদ্রাজে (চেন্নাই) একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সীতারাম ইয়েচুরি। দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে বিএ এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বাম রাজনীতিতে জড়িত ছিলেন এবং তিনবার জেএনইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।
১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় জেনেইউ-এর ছাত্র থাকাকালীন তাঁকে গ্রেফতার করা হয় এবং ওই বছরই তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। ২০১৫ সালের ১৯ এপ্রিল সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন সীতারাম। গত ৯ বছর ধরে তিনি সেই দায়িত্ব পালন করে আসছিলেন এবং ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্যও ছিলেন।