দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শাড়ির সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজের নতুন মেলা

শাড়ির সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজের নতুন মেলা

একসময় নারীরা শাড়ির সঙ্গে ব্লাউজ পরা নিয়ে বেশ সাবধানী থাকতেন, কিন্তু বর্তমানে ব্লাউজের সাথে শাড়ির সংযোগে এক নতুন ধারার সূচনা হয়েছে। এখন শাড়ির পাশাপাশি ব্লাউজের রীতিও বদলাচ্ছে। ডিজাইনাররা নানা ধরনের কাটিং, রঙ, স্লিভ, প্যাটার্ন ও ফেব্রিক নিয়ে কাজ করে চলছে, যা আজকের ফ্যাশন ট্রেন্ডে নতুন মাত্রা যোগ করেছে।

ব্লাউজের নকশা

কোনো পোশাকের ক্ষেত্রে আরাম ও স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রীষ্মকালে গরম অনেক বেড়ে যায়, তাই ব্লাউজের ট্রেন্ডে ঢিলেঢালা ক্রপ টপ এবং স্লিভলেস ব্লাউজের চাহিদা বেড়েছে। ব্লাউজের হাতা ও গলার কাটিংয়ে বৈচিত্র্য দেখা যাচ্ছে, যা অনেকের নজর কেড়ে নিয়েছে।

এছাড়া, ব্লাউজ কাম ক্রপ টপের ধারণাও জনপ্রিয়তা পাচ্ছে। অর্থাৎ ব্লাউজটিকে টপসের মতো পরিধান করা হচ্ছে। এতে ব্লাউজটি হাইলাইটেড হয়। পাশাপাশি ব্লাউজে লেস ও কুর্শিকাটার ব্যবহার করা হচ্ছে, যা পুরো ব্লাউজকে আরও আকর্ষণীয় করে তোলে।

ফেব্রিক ও ডিজাইন

গরম আবহাওয়ার জন্য ব্লাউজের ক্ষেত্রে সুতি কাপড়ের ব্যবহার বাড়ছে। এন্ডি কটন, ভারমিলিয়ন সিল্ক এবং খাদি অন্যতম। ডিজাইনে শিবুরি, টাইডাই ও কলমকারির ব্যবহার দেখা যাচ্ছে। বডিতে হ্যান্ডলুম কাপড়ের ব্যবহার হচ্ছে এবং এক্সক্লুসিভ রেঞ্জের ব্লাউজে এন্ডি সিল্ক ও প্যাচওয়ার্কের সমন্বয় দেখা যাচ্ছে।

ফ্যাশনে পরিবর্তন আসে, আশির কিংবা নব্বইয়ের দশকের ব্লাউজের কাটিং আবারও ফিরে এসেছে। হাতার ক্ষেত্রে ম্যাগিহাতা, কনুই ঢাকা হাতা এবং পাফি স্লিভের ডিজাইন লক্ষ্যণীয়। ক্রপ টপ ব্লাউজে গোল কাটিং করা হচ্ছে, যা দারুণ ট্রেন্ডি।

ব্লাউজের সঠিক নির্বাচন

ব্লাউজের ফিটিং গুরুত্বপূর্ণ। তাই ব্লাউজ কেনার সময় সঠিক মাপ নেওয়া জরুরি। শাড়ির সঙ্গে ব্লাউজের সঠিক মিল বজায় রাখা উচিত। যেমন, জমকালো ব্লাউজের সঙ্গে সাদামাটা শাড়ি এবং জ্যামিতিক নকশা বা ফ্লোরাল প্রিন্টের ব্লাউজের সঙ্গে একরঙা শাড়ি ভালো লাগবে।

যেকোনো পোশাকের যত্ন নিতে হয়। ব্লাউজ ব্যবহার শেষে বাতাসে মেলে দেওয়া উচিত। ভারী নকশার ব্লাউজ ড্রাইক্লিন করা উচিত, এবং সুতির ব্লাউজ ভাঁজ করে রাখলে ভালো।

নতুন ফ্যাশনের এই যুগে, শাড়ির সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজ পরিধান করে আপনি নিশ্চয়ই নজর কাড়তে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!