বিনোদন জগতে, ইদানিং কালের দর্শক দের কাছে ভৌতিক বা হরর ওয়েব সিরিজ বা চলচিত্র খুবই জনপ্রিয় একটি বিষয়। কারণ মানুষ ভয় পেতে ভালোবাসে বা বলা যায় ভয় পাওয়ার আনন্দ পেতে ভালোবাসে। কিন্তু বাংলায় সেইঅর্থে ভয়ের বিনোদন কোথায়??
এর আগেও অনেক পরিচালক ভৌতিক বিষয়ের ওপর কাজ করলেও তা দর্শকদের কাছে পরিবেশন হবার সময় কমেডি সিনেমায় পরিবর্তিত হয়েযায়। তাহলে এবার পরিচালক রূদ্র ব্যানার্জী কি পারবেন বাংলার দর্শক কে ভয় পাওয়াতে ???
আমরা কথা বলেছিলাম পরিচালক রূদ্র ব্যানার্জীর সাথে। পরিচালক রূদ্র ব্যানার্জী আমাদের জানালেন, প্রথমত, বাংলা বিনোদনের ক্ষেত্রে সেটা সিনেমা হোক বা সিরিয়াল বা ওয়েব সিরিজ…. দর্শক আগের থেকে কমেনি বরং বেড়েছে। সাথে সাথে তাদের বেড়েছে পছন্দের তালিকা। দর্শক যখন তাদের মূল্যবান সময় ও গাঁটের পয়সা খরচ করে একটা কন্টেন্ট দেখবেন তখন তাদের কাছে বর্তমানে সেই অধিকার ও সুযোগ রয়েছে পছন্দ করার। সিনেমা হল কমলেও, ওটিটি আছে। আবার ওটিটি রয়েছে একাধিক। দর্শক কোন ওটিটি তে কোন কন্টেন্ট দেখবেন সেটা একেবারেই তার নিজের অধিকারের বিষয়। ভালো কন্টেন্ট না হলে, দর্শক সেই কাজ দেখবেন না।
দ্বিতীয়ত – যেকোনো বিষয়ে কাজ করার আগে সেই বিষয় তা সম্পর্কে ভালো জ্ঞান থাকাটা খুব দরকার। ভৌতিক বিষয়ে কাজ করার সময় যেটা সবার আগে মনে রাখা উচিৎ…. দর্শক কে আর বোকা বানানো যাবে না।

বর্তমানকালে ভৌতিক গল্প নিয়ে কাজ করতে গেলে মূলত দুটি জিনিস আগে ভাবতে হবে। প্রথম – দর্শক কে সত্যিই ভয় পাওয়ানো। দ্বিতীয়ত – ভূত বা প্রেতাত্মা সত্য এবং সেই সত্য টাকে সঠিক ভাবে তুলে ধরা যা হলিউডে হয়ে এসেছে। এবং সেই কারণেই কলকাতায় এবার প্রথমবার আমাদের ওয়েব সিরিজ They Haunt এর শুটিং এর সময় প্রধান উপদেষ্টা হিসাবে থাকবেন কলকাতা তথা ভারতের বিখ্যাত প্যারানরমাল রিসার্চার ডাঃ উজ্জ্বল গুপ্ত। এই ওয়েব সিরিজে দেখানো হবে কি ভাবে বিজ্ঞান সম্মত উপায়ে ভৌতিক তদন্ত করা যায়।।

They Haunt – A series by Rudra and team এ অভিনেতা হিসাবে থাকছেন বিক্রমজিৎ চক্রবর্তী, পূজা সরকার, জয়শ্রী মিমি, সৌদীপ বসু, সৌরদীপ, পায়েল, অংশুমান চ্যাটার্জী, অনিন্দিতা কিয়ানা দাস, শিবনাথ আচার্য, তৃষিতা, তুলিকা পুরোকাইত ও শিশু শিল্পী জইসা। স্ক্রিপ্ট রিডিং শেষ, এবার লুকসেট। পরিচালক রূদ্র ব্যানার্জী কে পরিচালনায় প্রধান সহকারী পরিচালক হিসাবে সহায়তা করবেন শিল্টন আর ক্যামেরায় থাকবেন সৌরভ ব্যানার্জী।

নভেম্বর থেকেই শুটিং শুরু। দেখা যাবে একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে।