দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
রহস্যের জালে প্রেম ও মৃত্যু: আসছে অয়ন দের 'প্রহেলিকা'

রহস্যের জালে প্রেম ও মৃত্যু: আসছে অয়ন দের ‘প্রহেলিকা’

প্রথমা স্ত্রীর আকস্মিক মৃত্যুর পর গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন ঋষিকেশ চট্টোপাধ্যায়। নিঃসঙ্গতা কাটাতে এক দিন একটি রেস্তোরাঁয় যান তিনি। কিন্তু কে জানত, সেই রেস্তোরাঁতেই ভাগ্য তাঁর জন্য নতুন মোড় নিয়ে অপেক্ষা করছে? মডেল ও অভিনেত্রী পায়েলের সঙ্গে পরিচয়ের মুহূর্ত থেকেই যেন ঋষিকেশের জীবনে নতুন আশার আলো দেখা দেয়।

অপ্রত্যাশিত প্রেমের মাধুর্যে মোড়া সেই সম্পর্ক দ্রুতই বিয়েতে পরিণত হয়। প্রথম দেখাতেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তাঁরা। তবে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। দ্বিতীয় বিয়ের মাত্র তিন বছরের মধ্যেই ঘটে যায় ভয়ংকর এক ঘটনা—আকস্মিক মৃত্যু ঋষিকেশের।

ঋষিকেশের এই রহস্যময় মৃত্যুর পেছনে উঠে আসে নানা সন্দেহ। তির উঠে যায় তাঁর স্ত্রী পায়েলের দিকেও। রহস্যের জট খোলার দায়িত্ব পড়ে পুলিশ ইন্সপেক্টর সম্রাটের হাতে। তিনি কি পারবেন সত্য উদঘাটন করতে?

এই টানটান উত্তেজনা ও রহস্য নিয়ে পরিচালক অয়ন দে আনছেন নতুন ওয়েব সিরিজ ‘প্রহেলিকা’। সিরিজে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে মৈনাক বন্দ্যোপাধ্যায় এবং প্রান্তিক বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের বোঝাপড়া কতটা জমে, সেটাই দেখার।

(বাঁ দিকে) প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, মৈনাক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)

নায়িকার চরিত্রে থাকছেন উপাসনা ঘোড়ুই, আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

উপাসনা ঘোড়ুই

এসএসএফ প্রোডাকশনের ব্যানারে তৈরি এই ওয়েব সিরিজ শিগগিরই মুক্তি পাবে। রহস্য, প্রেম এবং প্রতারণার গল্পে মোড়ানো ‘প্রহেলিকা’ কি দর্শকদের মন জয় করতে পারবে? অপেক্ষা শুধু সময়ের।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!