কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তার তিলোত্তমা ঘোষের ধর্ষণ ও হত্যার ঘটনায় শহর জুড়ে সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের তারকারাও রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্র, মিমি চক্রবর্তী এবং অন্যান্য তারকারা, যারা সহনাগরিকদের সঙ্গে একত্রিত হয়ে মধ্যরাতে ‘বিচার চাই’ স্লোগানে মুখরিত করেছেন শহরের রাস্তাগুলো।
প্রথমে অভিযোগ উঠেছিল যে, টলিউডের তারকারা এই ভয়াবহ ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেননি এবং তাঁদের অনেকেই রাজনৈতিক চাপে রাস্তায় নামার সাহস করেননি। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণ করে, তারকারা নিজ উদ্যোগেই মিছিলে অংশ নেন এবং তিলোত্তমার জন্য ন্যায়বিচারের দাবিতে সরব হন।
শুভশ্রী, পার্নো এবং পরিচালক অরিন্দম শীল সহ আরো অনেকেই এই প্রতিবাদ মিছিলে শামিল হন। মিমি চক্রবর্তী যাদবপুরের জমায়েতে অংশ নিয়ে হাততালি দিয়ে স্লোগান তোলেন। ঋদ্ধি সেনও তাঁর রাগ এবং ক্ষোভ প্রকাশ করে একটি ছবি শেয়ার করে লেখেন, “এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। অন্ধকারের বিরুদ্ধে গর্জে ওঠো।”
টেলিভিশনের জনপ্রিয় তারকারাও এই প্রতিবাদে সামিল হয়েছেন। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের তনুশ্রী গোস্বামী, ‘অনুরাগের ছোঁয়া’র সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা এবং ঋতব্রত মুখোপাধ্যায়সহ আরও অনেকেই রাস্তায় নেমে তাঁদের সমর্থন জানিয়েছেন।
অন্যদিকে নবদম্পতি রূপাঞ্জনা মিত্রকে প্ল্যাকার্ড হাতে তাঁর বরের সঙ্গে রাস্তায় নামতে দেখা যায়। রাতুল মুখোপাধ্যায় ‘we want justice’ স্লোগান তোলেন মিছিল থেকে।
বাদ যাননি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অন্যান্য অভিনেতা,অভিনেত্রীরাও। কাকিয়া সায়ন্তনী মল্লিক এদিন যাদবপুরের জমায়েতে অংশ নেন।দিব্যজ্যোতি দত্ত এদিন স্বস্তিকা ঘোষ, সহ অনুরাগের ছোঁয়ার অন্যান্য কলাকুশলীদের সঙ্গে নিয়ে একাধিক ছবি পোস্ট করে তিলোত্তমার হয়ে প্রতিবাদ জানিয়ে। বাদ দেননি প্রতিবাদের মিছিলে পা মেলাতে। ইষ্টি কুটুম ধারাবাহিক খ্যাত রনিতা দাসও এদিন পথে নেমেছিলেন। তিনি রাত দখলের একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
এই ঘটনায় টলিউডের তারকারা যে একজোট হয়ে প্রতিবাদে অংশ নিয়েছেন, তা স্পষ্টতই বুঝিয়ে দেয় যে তাঁরা তিলোত্তমার জন্য ন্যায়বিচার পেতে দৃঢ়প্রতিজ্ঞ।