বড়দিন উপলক্ষে আজ, বুধবার শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গেছে, বড়দিনে পার্ক স্ট্রিট, আলিপুর চিড়িয়াখানার মতো ভিড়পূর্ণ স্থানে প্রায় ২০০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। প্রতিটি থানার পুলিশ বাহিনীও দায়িত্বে থাকবে। এক লালবাজার কর্তার মতে, মঙ্গলবার রাত থেকেই আট জন উপ-নগরপালকে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। এছাড়া ১১টি নজরদারি মিনার শহরের নিরাপত্তা পর্যবেক্ষণে থাকবে।
Welcome to Park Street – the heart of Kolkata Christmas Festival! Kolkata Police has ensured all safety and security measures for a joyful and secure experience. pic.twitter.com/lI3CLCCKeS
— Kolkata Police (@KolkataPolice) December 24, 2024
শহরজুড়ে ৩০ জন সহকারী নগরপাল, ২৭ জন ইনস্পেক্টর এবং ২৫০ জন সাব-ইনস্পেক্টরের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ‘পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ’ স্থাপন করা হয়েছে ৪০টি, যেখানে মহিলা পুলিশকর্মীরা দায়িত্ব পালন করবেন। সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং কয়েক হাজার ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। জরুরি অবস্থার জন্য পার্ক স্ট্রিটসহ তিনটি স্থানে কুইক রেসপন্স টিম মোতায়েন রয়েছে।

গত সপ্তাহে শহরতলিসহ বিভিন্ন এলাকায় জঙ্গি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি ও অনুপ্রবেশের শঙ্কায় শহরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা। বড়দিন ও বর্ষবরণের দিনে অতিরিক্ত বাহিনী মোতায়েনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

মহিলাদের সুরক্ষার জন্য উইনার্স টিমের সঙ্গে মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে। মধ্য কলকাতার বিদেশি পর্যটন এলাকাগুলিতে সাদা পোশাকের পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে বলে লালবাজার জানিয়েছে।