২৫ সেপ্টেম্বর ২০২৪: “কলকাতা, তুমি হাঁটো, তুমি ভাবো কলকাতা…” এই গান আমরা বহুবার গেয়েছি, কিন্তু বিদেশের মাটিতে যদি কলকাতার সেই চেনা রূপের দেখা মেলে, তাহলে কেমন হবে? নিউ জার্সির একদল বাঙালি সেই স্বপ্নই বাস্তব করতে চলেছেন। তাঁদের এবারের দুর্গাপুজোর থিম ‘কলকাতা শহর’।
আমেরিকার নিউ জার্সিতে সবচেয়ে বেশি বাঙালির বাস। সেখানকার দুর্গাপুজোগুলোর মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে ‘ত্রিনয়নী’র পুজো। মাত্র দু’বছর হলো শুরু হয়েছে এই পুজো, কিন্তু থিমের অভিনবত্বের জন্য এরই মধ্যে তা মন কেড়ে নিয়েছে অনেকের। প্রথমবার যামিনী রায়ের শিল্পকর্ম ছিল থিম, দ্বিতীয়বার বিভূতিভূষণের ‘পথের পাঁচালী’র নিশ্চিন্দপুর গ্রাম। এবারের থিম ‘City Of Kolkata’ নিয়ে আরও বড় চমক অপেক্ষা করছে। কলকাতার মেট্রো, ট্রাম, হাতে টানা রিকশা, হাওড়া ব্রিজ—সবই দেখা যাবে এই মণ্ডপে।
এই পুজোর আয়োজন ও থিম বাস্তবায়নে এগিয়ে এসেছেন নিউ জার্সি ও পেনসিলভেনিয়ার বাঙালিরা। সম্পূর্ণ নিজেরা হাতে তৈরি করছেন এই থিমের সব উপকরণ। পুজো হবে ১২ ও ১৩ অক্টোবর, আর এই দুই দিন প্রবাসী বাঙালিরা নিজেদের ঘরের মতোই দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবেন। শুধু বাঙালিরাই নয়, মার্কিন নাগরিকরাও প্রতিমাকে প্রণাম করে, আড্ডায় যোগ দিয়ে, বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যান।
ত্রিনয়নী শুধু থিম ও পুজোতেই থেমে থাকে না। খাওয়া-দাওয়ার ধুমও চলে সমানভাবে। নিরামিষ ও আমিষ—দু’রকম খাবারই থাকে। ওই দুই দিন সবাই মণ্ডপে একসঙ্গে ভোজনপর্বে অংশগ্রহণ করেন। আট থেকে আশি সকলেই মেতে ওঠেন পুজোর আনন্দে। গতবার ‘ভূমি’ ব্যান্ড এসে অনুষ্ঠান করেছে, আর এবার সুরের মঞ্চ মাতাবেন রাঘব চট্টোপাধ্যায় ও সোমলতা।
পুজো কমিটির একজন সদস্য জানান, ‘ত্রিনয়নী আমাদের আবেগের জায়গা। আমরা কর্মসূত্রে আমেরিকায় থাকলেও, কলকাতার দুর্গাপুজো খুব মিস করি। কিন্তু এই পুজো সেই শূন্যস্থান পূরণ করে দেয়। থিম তৈরি থেকে শুরু করে খাওয়া-দাওয়ার আয়োজন, সব কিছু নিজেদের হাতেই করতে হয়। এই প্রস্তুতি আর পুজোর দিনগুলোই আমাদের কাছে সবচেয়ে আনন্দের।’