দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ট্রেন্ডি মনোক্রোম মেকআপে মাতোয়ারা তারকারা

ট্রেন্ডি মনোক্রোম মেকআপে মাতোয়ারা তারকারা

মেকআপের জগতে নানা ধরনের ট্রেন্ড প্রায়শই আসে এবং যায়। বর্তমানের সবচেয়ে জনপ্রিয় ট্রেন্ডগুলোর মধ্যে একটি হল মনোক্রোম মেকআপ।

একরঙা মেকআপ, বা মনোক্রোম, যাই হোক না কেন, এই সময়ের ট্রেন্ডে এটি বেশ প্রসিদ্ধ। হলিউড, বলিউড এবং এখানকার মেকআপপ্রেমীরাও মনোক্রোমের জাদুতে আকৃষ্ট হচ্ছেন। সেলিব্রিটিদের মধ্যে অনেকেই এই একরঙা মেকআপে মজেছেন। মনোক্রোম মেকআপের প্রধান এবং একমাত্র শর্ত হলো ঠোঁট, চোখ এবং গালের জন্য একই রঙের প্যালেট ব্যবহার করা। এই সৌন্দর্যের কৌশলটি যেকোনো ঋতুর জন্য উপযুক্ত। এর জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না।

আপনার পছন্দের শেডের মেকআপ পণ্য বেছে নিলেই হবে। মুখে মনোক্রোম ফুটিয়ে তুলতে দুটি বা তিনটি অংশে একই পণ্য ব্যবহার করা ভালো। চাইলে আইলাইনার, মাসকারার মতো মেকআপ উপকরণও যোগ করতে পারেন। পিংক শেড কিংবা নব্বইয়ের অনুপ্রাণিত ব্রাউন শেডে মনোক্রোম লুক তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি প্রোফাইলগুলো দেখলেই বোঝা যাবে মনোক্রোম ট্রেন্ড কীভাবে সবার মধ্যে প্রভাব ফেলছে।

জিজি হাদিদ
এই সুপারমডেল সবসময় ট্রেন্ডি থাকতে ভালোবাসেন। তাকে প্রায়ই দেখা যায় মিনিম্যাল মনোক্রোম লুকে। ন্যুড শেডের লিপস্টিক, ব্রোঞ্জার এবং আইশ্যাডোর সঙ্গে কালো আইলাইনার ও মাসকারা ব্যবহার করেন।

সেলেনা গোমেজ
ছবিতে এই তারকাকে উজ্জ্বল ব্রোঞ্জ লুকে দেখা যাচ্ছে। মনোক্রোম মেকআপের জন্য তিনি একটি নিউট্রাল ব্রোঞ্জ শেডের আইশ্যাডো বেছে নিয়েছেন। একরঙা ভাব আনতে একই ধরনের টোনড লিপস্টিক এবং ব্রোঞ্জারে সাজেন। চোখে মাসকারা ব্যবহার করে তার সাজে সম্পূর্ণতা এনেছেন।

আলিয়া ভাট
আলিয়াকে একরঙা মেকআপ লুকের রানী বলা যায়। কখনো লাইট পিংক, কখনো ন্যুড, আবার কখনো পিচ শেডে তাকে দেখা যায়। ছবিতে আলিয়ার লাইট পিচ শেডের মনোক্রোম লুক দেখা যাচ্ছে। তিনি তার পিচি ঠোঁটের সঙ্গে একই রকম আইশ্যাডো এবং ব্লাশন ব্যবহার করেছেন। শেষে যোগ করেছেন মাসকারা।

কিয়ারা আদভানি
এই নায়িকা সাজে বাড়াবাড়ি করেন না, বরং মিনিম্যাল ট্রেন্ডে আগেই প্রবেশ করেছেন। তাই এবার চেহারায় মনোক্রোম ভাব ফুটিয়ে তুলতে চোখ, ঠোঁট এবং গালে রেখেছেন মিনিম্যাল ব্রোঞ্জের ছোঁয়া। সবশেষে সাজ সম্পূর্ণ করতে তিনি মাসকারায় বেশি মনোযোগ দিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!