দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

টলিউডে সুস্থ কর্মপরিবেশ গড়তে ইম্পা-ফেডারেশনের বৈঠক: কী সিদ্ধান্ত নেয়া হল?

টলিউডে সুস্থ কর্মপরিবেশ গড়তে ইম্পা-ফেডারেশনের বৈঠক: কী সিদ্ধান্ত নেয়া হল?

টলিউডে সমস্যা যেন থামছেই না। সম্প্রতি কেশসজ্জা শিল্পী তনুশ্রী দাসের আত্মহত্যার চেষ্টার পর, টলিউড দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বকেয়া পারিশ্রমিকের সমস্যা, কলাকুশলীদের অতিরিক্ত সময় কাজ করানো, এবং ‘থ্রেট কালচার’সহ একাধিক বিষয়ে সিনেপাড়ায় উত্তেজনা বিরাজ করছে। এই সমস্যাগুলির সমাধান এবং সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে, বুধবার বিকেলে ইম্পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশন) এবং ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে উপস্থিত ছিলেন ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। বৈঠকে মূলত তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আলোচনা হয়েছে।

১. আনুমানিক ৩০ লক্ষ টাকার বাজেটের একটি সিনেমায় কতজন কলাকুশলী এবং কী ধরনের শ্যুটিং সামগ্রী ব্যবহার করা হবে, সে বিষয়ে সঠিক নির্দেশিকা নির্ধারণ করা হবে।

২. প্রতিদিনের শ্যুটিং কত ঘণ্টা চলবে, তার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।

৩. প্রযোজকদের, শ্যুটিং শুরুর আগে ইম্পার কাছে ৫ লক্ষ টাকার একটি নিরাপত্তা আমানত জমা দিতে হবে, যা কলাকুশলীদের অধিকার সুরক্ষায় ব্যবহৃত হবে।

এই বৈঠক টলিউডে কাজের পরিবেশকে সুস্থ করার এবং কলাকুশলীদের স্বার্থরক্ষার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!