পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘দানা’র সম্ভাব্য প্রভাবের জন্য পূর্ব রেল বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পূর্ব রেলের শিয়ালদহ বিভাগে ১৬০টি লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা দেওয়া হয়েছে। পূর্ব রেলের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কারণে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন শাখায় ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে।
দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে
রেল সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার কোনও ট্রেন ছাড়বে না। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত দক্ষিণ শাখার কোনও স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ট্রেন ছাড়ার অনুমতি থাকবে না। এছাড়াও, শিয়ালদহ ও বারাসত থেকে হাসনাবাদ শাখায়ও বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই সময়কালে হাসনাবাদ থেকে শিয়ালদহ বা বারাসতের উদ্দেশ্যে কোনও ট্রেন চালানো হবে না।
ইস্ট-কোস্ট রেলের অনুরোধে বাতিল আরও ট্রেন
পূর্ব রেল জানিয়েছে, ইস্ট-কোস্ট রেলের অনুরোধে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে পুরী অভিমুখী ট্রেনগুলিও রয়েছে।
বাতিল এক্সপ্রেস ও সুপারফাস্ট ট্রেনের তালিকা
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দুপুরে ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং তার ফলে সমুদ্র উত্তাল থাকবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ২৩ অক্টোবর কামাক্ষ্যা-বেঙ্গালুরু এক্সপ্রেস, ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস, শিলচর-সেকেন্দরাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, ২৪ অক্টোবর পটনা-এর্নাকুলাম এক্সপ্রেস, কলকাতা-পুরী এক্সপ্রেস স্পেশাল, পুরী-জয়নগর এক্সপ্রেস, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসসহ আরও কিছু ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে আসানসোল-হলদিয়া ও হলদিয়া-আসানসোল এক্সপ্রেস বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকবে।