দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

গরবার মাঝপথেই থেমে গেল উৎসব, রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধার নিবেদন

উৎসবের সঞ্চারেই নেমে এল শোকের বার্তা। জনপ্রিয় শিল্পপতি রতন টাটা ৯ অক্টোবর গভীর রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। মুম্বইয়ের এক গরবা অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসব থামিয়ে দেওয়া হয়। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

শিল্পপতি রতন টাটার চলে যাওয়ায় গোটা দেশ শোকস্তব্ধ। একাধিক শিল্পক্ষেত্রে তাঁর অবদান অমর হয়ে থাকবে। নবরাত্রির আনন্দের মাঝেই এ খবর বয়ে এনেছে বিষাদের সুর। বাঙালির কাছে ষষ্ঠীর রাতে এ খবর এক আবেগঘন মুহূর্ত তৈরি করে।

মুম্বইয়ের গোরেগাঁওয়ের নেসকো কমপাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক গরবা নাইট। তবে রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে নাচের তালে বাঁধা পড়ল নীরবতা। স্টেজে দাঁড়িয়ে থাকা গরবা শিল্পীরা নত মস্তকে এবং হাতজোড় করে তাঁকে স্মরণ করেন। এমনকি অরিজিৎ সিং-এর গাওয়া ‘বিদা করো’ গানটির সুর ভেসে আসে পেছনের মঞ্চ থেকে।

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন সানি নামে এক ব্যবহারকারী, যিনি পোস্টে লেখেন, “গোরেগাঁওয়ের নেসকো কমপাউন্ডে প্রতি বছর বিশাল গরবা উদযাপন হয়, কিন্তু এবার রতন টাটা স্যারের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝপথেই থেমে গেল।” আরও এক ভিডিওতে দেখা গেছে, প্রত্যেক অংশগ্রহণকারী মুঠোফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেই সম্মান প্রদর্শন করছেন।

সোশ্যাল মিডিয়ায় রতন টাটার প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা প্রবাহিত হচ্ছে। তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতে এমন আবেগঘন মুহূর্তে নবরাত্রির উদযাপনও ম্লান হয়ে পড়ে। তাঁর প্রতি দেশবাসীর এই শ্রদ্ধা ও ভালোবাসা যেন চিরকাল অম্লান থাকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!