দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
কান চলচ্চিত্রে অনন্যা পাণ্ডের জন্য ন্যান্সি ত্যাগীর পোশাক নকশা

কান চলচ্চিত্র উৎসবের পর এবার বলিউডে অনন্যা পাণ্ডের জন্য ন্যান্সি ত্যাগীর পোশাক নকশা

কানের পর এবার বলিউডের জগতে প্রবেশ করলেন ন্যান্সি ত্যাগী। তিনি প্রথমবারের মতো বলিউড তারকা অনন্যা পাণ্ডের জন্য পোশাকের ডিজাইন করেছেন। মূলত বলিউডের অভিনেত্রীদের পরনে থাকা দামি এবং চমৎকার পোশাকগুলিকে অল্প বাজেটে নতুন রূপ দেওয়ার কাজে সমাজমাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন ন্যান্সি।

২০২৪ সালের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় অভিনেত্রীদের উপস্থিতি কিছুটা দুর্বল ছিল, কিন্তু ন্যান্সির উপস্থিতি নজর কেড়েছিল। কানের লাল গালিচায় গোলাপি পোশাক পরিহিত ন্যান্সির আত্মপ্রকাশ সকলের মনোযোগ আকর্ষণ করেছিল। দেশে ফিরে তিনি আবার নিজের কাজে মনোনিবেশ করেন এবং এবার অনন্যা পাণ্ডের জন্য পোশাকের ডিজাইন করেন।

সদ্য মুক্তি পাওয়া অনন্যার ওটিটি শো ‘কল মি বে’-তে তিনি অভিজাত পরিবারের ফ্যাশনিস্তা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সেই চরিত্রের অনুকরণে পোশাকটি তৈরি করেছেন ন্যান্সি। পোশাকের জন্য কাপড় বাছাই, স্কেচ তৈরি এবং সেলাই— সবটাই একা হাতে করেছেন তিনি। অনন্যার চরিত্রের সঙ্গে মানানসই সাদা রঙের কাপড় ব্যবহার করেছেন ন্যান্সি। বডিকন ড্রেসে খুব বেশি কারুকাজ না থাকলেও গলা এবং পায়ের কাছে ফুলেল নকশাটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!