দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds
কলকাতার কিছু মেগাপুজোর পরিকল্পনা: 'উৎসব' নেই, বন্ধ সিঁদুরখেলা

কলকাতার কিছু মেগাপুজোর পরিকল্পনা: ‘উৎসব’ নেই, বন্ধ সিঁদুরখেলা

প্রতিবাদের পূজা

কলকাতার দুর্গাপুজো এবারে এক ভিন্নতর অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের উদ্দেশ্যে পুজোয় ফিরতে আহ্বান জানিয়েছেন, তবে অভিযোগ উঠছে, এই উৎসবটি রাজনৈতিক আন্দোলনকে ধামা চাপা দেওয়ার একটি মাধ্যম হতে চাচ্ছে। কলকাতাবাসীদের একাংশের দাবি, এবারে পুজো যেন পুজোর মতো হয়, কিন্তু তারা উৎসবে অংশগ্রহণ করবেন না।

১. ত্রিধারা সম্মিলনী

দক্ষিণ কলকাতার একটি নামী পুজো, ত্রিধারা সম্মিলনী। প্রতিবছর এটি থিমের দৌড়ে বড় পুজোগুলির সঙ্গে টক্কর দেয়। উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, “এবছর পুজো পুজোর মতোই হবে। আমাদের বাজেট গতবছরের মতোই আছে, কিন্তু অনেক স্পনসর আসছে না। পরিস্থিতির কারণে প্রভাত ফেরি ও সিঁদুর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

২. বাদামতলা আষাঢ় সংঘ

রাসবিহারী মোড়ের কাছে বাদামতলা আষাঢ় সংঘও এবারে পুজোর আয়োজন করেছে। একজন উদ্যোক্তা জানিয়েছেন, “রথের দিন খুঁটিপুজো হয়ে গিয়েছে। সবকিছু আগেই নির্ধারিত ছিল, তাই কিছু পরিবর্তন হবে না। আমরা পুজো বন্ধ হতে দেব না, কারণ এতে বহু মানুষের রুজি-রোজগার মার খাবে।”

৩. সন্তোষ মিত্র স্কোয়ার

সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজোর থিম লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক। উদ্যোক্তা সজল ঘোষ বলেছেন, “পুজো হবে, কিন্তু উৎসবের আবহ থাকবে না। আমাদের পুজোকে প্রতিবাদের পুজো বলা যেতে পারে। সিঁদুর খেলা কিংবা অন্যান্য অনুষ্ঠানে এলাকার লোকজনকে বারণ করা হবে না।”

৪. কলেজ স্কোয়ার

কলেজ স্কোয়ারের পুজোতে সুইৎজারল্যান্ডের পার্লামেন্টের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। তবে উদ্যোক্তাদের মনে আনন্দ নেই। একজন উদ্যোক্তা জানিয়েছেন, “বর্তমান পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারছি, উৎসব আদৌ হবে কিনা। যদি মানুষ উৎসবহীন পুজো চান, তবে সেটাই হবে।”

৫. নাকতলা উদয়ন সঙ্ঘ

নাকতলা উদয়ন সঙ্ঘের উদ্যোক্তা জানিয়েছেন, “পুজোর আয়োজন আগেই সম্পন্ন হয়েছে। এবারের থিম যৌথ পরিবার। অনেকেই উৎসবহীন পুজো চান, তাই আমরা সিঁদুরখেলা এবং বিজয়া সম্মেলন বন্ধ রাখছি।”

এইভাবে কলকাতার পুজো উদ্যোক্তাদের মধ্যে উত্সবের চেতনা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। এবারের পুজো শুধুই ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকছে, নাকি রাজনৈতিক অবস্থানও উন্মোচিত হবে, তা এখন দেখার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!