দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কলকাতা মেট্রো: রবিবারও গঙ্গার নিচে চলবে মেট্রো, পরিষেবা কবে থেকে শুরু?

কলকাতা মেট্রো: রবিবারও গঙ্গার নিচে চলবে মেট্রো, পরিষেবা কবে থেকে শুরু?

কলকাতা : কলকাতা মেট্রোর পক্ষ থেকে নতুন একটি ঘোষণা এসেছে, যা দুর্গাপুজোর আগে গঙ্গার দুপাড়ের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে এসেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রবিবারও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।

রবিবারের জন্য মেট্রোর সূচি কিছুটা পরিবর্তিত হয়েছে। এবার রবিবারের প্রথম মেট্রো ২টো ১৫ মিনিটে ছাড়বে এবং শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটে চলাচল করবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য এটা সুখবর। গ্রিন লাইনে (হাওড়া ময়দান- এসপ্ল্যানেড) মেট্রো রেল ১৫ মার্চ থেকে চালু হয়েছে। এতদিন পর্যন্ত এই রুটে শুধুমাত্র সোমবার থেকে শনিবার মেট্রো চলছিল, কিন্তু এখন রবিবারও পরিষেবা পাওয়া যাবে।”

প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে, যদিও এটি আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে।

এছাড়া, আগস্ট মাস থেকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে পরিষেবা বাড়ানো হয়েছে। এই রুটের কবি সুভাষ এবং হেমন্ত মুখার্জি স্টেশন থেকে প্রথম মেট্রো সকাল ৮টায় ছাড়ছে এবং শেষ মেট্রো রাত ৮টায় চলে। ৫ আগস্ট থেকে শনিবারেও অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালু হয়েছে, যেখানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করছে।

রবিবারে পরিষেবা না থাকলেও, বর্তমান নিয়ম অনুযায়ী, সপ্তাহের অন্যান্য দিনগুলিতে যাত্রীরা মেট্রোর সুবিধা উপভোগ করতে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!