১৪ সেপ্টেম্বর ২০২৪: রাজ্যের মেয়েদের নিরাপত্তার বিষয়টি যখন বড় প্রশ্নের মুখে, তখন পুলিশ নিয়ে আসছে একটি নতুন অ্যাপ। এই অ্যাপের প্যানিক বাটনে ক্লিক করলেই বিপদে পড়া মহিলার নাম, ঠিকানা এবং ভৌগোলিক অবস্থান পুলিশের কন্ট্রোল রুমে পৌঁছে যাবে।
ধরুন, কোনও মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা বাড়িতে একা রয়েছেন। হঠাৎ কোনও দুষ্কৃতী আক্রমণ করলে বা বিপদের সম্মুখীন হলে, তখন মোবাইলে থাকা অ্যাপের প্যানিক বাটন টিপলেই পুলিশের কাছে বিপদবার্তা পৌঁছে যাবে। পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হবে।
এই নতুন ব্যবস্থাটি খুব শীঘ্রই রাজ্যে কার্যকর হতে চলেছে। ফোন করার পরিবর্তে শুধু অ্যাপ ব্যবহার করেই সাহায্য চাওয়া যাবে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাপটির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিকভাবে এই অ্যাপটির নাম রাখা হয়েছে ‘নারী শক্তি’। যদিও ‘নারী শক্তি’ নাম হলেও, পুরুষরাও এটি ব্যবহার করতে পারবেন।
‘নারী শক্তি’ কীভাবে কাজ করবে?
পুলিশ জানিয়েছে, এই অ্যাপটি রাজ্য পুলিশের ভবানী ভবনের ‘ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস সিস্টেম’ বা ‘ইআরএসএস’ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে। কোনও মহিলা বিপদে পড়লে, প্যানিক বাটন টিপে সাহায্য চাইলে বার্তা ভবানী ভবনে পৌঁছাবে। সেখান থেকে সংশ্লিষ্ট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে। কলকাতা পুলিশের ১০০ ডায়ালেও এই অ্যাপ যুক্ত থাকবে, যাতে শহরের কোথাও বিপদে পড়লে পুলিশ দ্রুত পৌঁছাতে পারে।
লালবাজার সূত্রে জানা গেছে, এই নতুন ব্যবস্থায় বিপদে পড়া ব্যক্তিকে শুধু অ্যাপের প্যানিক বাটন টিপতে হবে, বাকি কাজ পুলিশ করবে। কন্ট্রোল রুমে তথ্য পৌঁছানোর পর পুলিশ গাড়ি ঘটনাস্থলে পাঠাবে। যদিও পুলিশের সাহায্যকারী দল ঘটনাস্থলে কতক্ষণে পৌঁছাবে, তা নির্দিষ্ট করা হয়নি, তবে পুলিশ কর্তাদের মতে, বর্তমানে ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চাইলেও কলকাতা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
এই বিশেষ অ্যাপের মাধ্যমে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে।