আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীকে রোমান্সে নির্দেশনা দেওয়ার প্রয়োজন পড়ে না! ক্যামেরার সামনে এলেই তাঁদের রসায়ন যেন নিজে থেকেই প্রবাহিত হয়। এমনই দাবি জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্প্রতি, ‘আজ সারা বেলা’ গানের মুক্তি উপলক্ষে তিনি জানালেন, এই দুই তারকার মধ্যে প্রেমই যেন প্রতিবাদকে ছাপিয়ে গিয়েছে।
শিবপ্রসাদের এই মতামতের পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। প্রথমত, উইন্ডোজ প্রযোজনার পুজোর ছবি ‘বহুরূপী’র প্রথম গান ‘শিমুল পলাশ’ ট্রেন্ডিংয়ে থাকা অরিজিৎ সিংহের ‘আর কবে’ গানকে পিছনে ফেলে দিয়েছে। এমনটাই জানিয়েছেন শিবপ্রসাদ। দ্বিতীয়ত, ‘আজ সারা বেলা’ গানটির দৃশ্যায়ন আবীর-ঋতাভরীর প্রেমকে যেন নতুন এক মাত্রা দিয়েছে। এমন রসায়ন কি শুধু ক্যামেরার সামনে সম্ভব? নাকি নেপথ্যে লুকিয়ে আছে আরও কিছু?

‘ঋতাবীর’ জুটির আবির্ভাব! ঋতাভরী এখন তাঁদের জুটির নতুন নাম রেখেছেন ‘ঋতাবীর’! তাঁর কথায়, “পাঠক এবার নিজের মতো করে ব্যাখ্যা করুন।”
শান্তিনিকেতনে নিমন্ত্রণ আর অশ্রু আবীর চট্টোপাধ্যায় মজার ছলে জানিয়েছিলেন, ঋতাভরীর শান্তিনিকেতনের বাড়িতে নিমন্ত্রণ ছিল। এ কথা শুনেই নায়িকার চোখে জল চলে এসেছিল। অনুপম রায়ের লেখা ও সুর দেওয়া এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। শিবপ্রসাদের মতে, মাত্র কয়েক ঘণ্টায় গানটি ৩০ হাজারেরও বেশি মানুষ শুনে ফেলেছেন। শ্রেয়া ও অনুপমের যুগলবন্দির পাশাপাশি দর্শক আবারও বুঁদ হয়ে গিয়েছেন আবীর-ঋতাভরীর রসায়নে।

বহুরূপীর শুটিংয়ে বাড়তি উত্তাপ প্রযোজনা সংস্থার মতে, ‘ফাটাফাটি’ সিনেমা দিয়ে আবীর ও ঋতাভরী প্রথম এক ফ্রেমে এসেছিলেন। দর্শক তাঁদের জুটিকে বিপুল সমর্থন জানিয়েছেন। ‘বহুরূপী’র শুটিংয়ে তাঁদের রসায়ন নাকি আরও গভীর হয়েছে। পুরনো বাড়িতে শুটিংয়ের সময় সাপের ভয় এবং গা ছমছমে পরিবেশও তাঁদের প্রেমে মাতোয়ারা হতে বাধা দিতে পারেনি। এমনকি, একটি দৃশ্যের জন্য মহড়ারও প্রয়োজন পড়েনি!
‘ঋতাবীর’ এখন যে বাংলা সিনেমার নতুন প্রিয় জুটি, তা নিশ্চিত।