আড্ডার বদলে প্রতিবাদ: কফি হাউসের টেবিলে জ্বলল মোমবাতি, বাজল প্রতিবাদের সুর

আড্ডার বদলে প্রতিবাদ: কফি হাউসের টেবিলে জ্বলল মোমবাতি, বাজল প্রতিবাদের সুর

১০ সেপ্টেম্বর ২০২৪: কফি হাউসের নাম বাঙালির আড্ডার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রেমের সূচনা হোক বা বিচ্ছেদের কষ্ট, কফি হাউসের টেবিল সব কিছুর সাক্ষী। তবে এবার এক নতুন উপলক্ষে এই ঐতিহ্যবাহী স্থানটি যুক্ত হলো। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠল কফি হাউস। টেবিলের প্রতিটি কোণায় জ্বালানো হলো মোমবাতি। শুরু হলো প্রতিবাদের গান। জাতীয় সংগীতের মাধ্যমে এক হয়ে গেলেন সকলে। কফি হাউস ফের প্রমাণ করে দিল, কলকাতা তার পুরনো চেতনা হারায়নি। এই কফি হাউস এখনও রয়ে গেছে মানুষের শক্তি ও প্রতিবাদের মঞ্চ হিসেবে।

প্রতিবাদী কফি হাউস

যখন সারা দেশজুড়ে আরজি কর কাণ্ডের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মানুষ, ঠিক সেই সময় কফি হাউসও ফিরে পেল তার পরিচিত ছন্দ। সাধারণত যেখানে মানুষ আসে শুধুমাত্র আড্ডার জন্য, সেখানে এখন প্রতিবাদের এক নতুন রূপ ধারণ করল। প্রতিটি টেবিলে জ্বলতে থাকল মোমবাতির আলো, আর সেই আলোয় কফি হাউসের অতিথিরা মিশে গেলেন প্রতিবাদের সুরে। কোনও রাজনৈতিক দলের প্রভাব এখানে দেখা যায়নি। বরং অরাজনৈতিকভাবে সাধারণ মানুষ এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।

কফি হাউসের ইতিহাসে আবার এক নতুন অধ্যায় লেখা হলো। কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই এখানে জ্বলল প্রতিবাদের মশাল। অরাজনৈতিক এই উদ্যোগে মানুষের সম্মিলিত প্রতিবাদ কফি হাউসের মাটিতে গড়ে তুলল এক অন্যরকম চেতনা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!