১৩ সেপ্টেম্বর ২০২৪: আপনার অফিস বা কর্মস্থলে পৌঁছতে দেরি হচ্ছে? মেট্রোর টিকিট কাটতে গিয়ে অসুবিধায় পড়ছেন? চিন্তার কোনও কারণ নেই, কারণ মেট্রো রেল কর্তৃপক্ষ এনেছে এক দারুণ সমাধান। এখন আর স্টেশনে লাইন দেওয়ার দরকার নেই, ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন মেট্রোর টিকিট। পুজোর আগে যাত্রীদের জন্য ‘কলকাতা মেট্রো রাইড’ নামে নতুন এক অ্যাপ চালু হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে অফিস, কলেজ বা বাড়ি থেকেই কেটে নিতে পারবেন মেট্রোর টিকিট। বিশেষ করে দুর্গাপুজোর ভিড়ে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
অ্যাপের মাধ্যমে কী কী সুবিধা পাবেন?
এই অ্যাপ থেকে নিজে ছাড়াও অন্য কারোর জন্যও মেট্রোর টিকিট কাটতে পারবেন। অ্যাপের মাধ্যমে একটি কিউআর কোড তৈরি হবে, যা স্ক্যান করে টিকিট সংগ্রহ করা যাবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই কিউআর কোড পরিষেবা আগেই ছিল, এবার ব্লু লাইন, গ্রিন লাইন – ২ এবং অরেঞ্জ লাইনেও এই সুবিধা পাওয়া যাবে। মেট্রোর ই-টিকিট ১২ ঘণ্টা পর্যন্ত বৈধ থাকবে, অর্থাৎ যাত্রীরা এই সময়ের মধ্যে এক দিনের মধ্যে যেকোনো সময় সফর করতে পারবেন।
টিকিট কাটার পদ্ধতি
প্রথমে ‘কলকাতা মেট্রো রাইড’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর প্রথমবারের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। হোমপেজ থেকে নিজের যাত্রা শুরু এবং গন্তব্য স্টেশন বেছে নিতে হবে। এরপর ‘বুক টিকিট’ অপশনটিতে ক্লিক করে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য UPI, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের সুবিধা থাকছে। পেমেন্ট সম্পূর্ণ হলে কিউআর কোড পাওয়া যাবে, যা স্টেশনে ব্যবহার করতে হবে।
গ্রিন লাইনে পিক আওয়ারের সময়সীমা বৃদ্ধি
কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পিক আওয়ারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আগের মতো সকাল ৯টা থেকে ১১টার পরিবর্তে এবার পিক আওয়ার চলবে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে রাত ৮টার পরিবর্তে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই নতুন সময়সূচি বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে। পিক আওয়ারে এই লাইনে ১২ মিনিট অন্তর ট্রেন চলবে, নন-পিক আওয়ারে ট্রেন পাওয়া যাবে ২০ মিনিট অন্তর।