অম্বিকা কুন্ডু, কলকাতা: হায়দ্রাবাদের তারকা সাইনা নেওয়াল যিনি অলিম্পিক্সে ভারতীয় প্রথম পদকজয়ী মহিলা। ব্যাডমিন্টন কোর্টে একসময় তার বডি ফিটনেস ঈর্ষার কারণ হয়ে দাঁড়াতো তার প্রতিপক্ষদের কাছে। সেই ব্যাডমিন্টন তারকাকে কাবু করেছে আর করেছে আর্থ্রাইটিস। প্রশ্ন উঠছে তার ক্যারিয়ার নিয়ে। তবে কি তার অবসর নেওয়ার আবেদন সময় ঘনিয়ে এসেছে?
তিনি তার সকল অনুরাগীদের উদ্দেশ্যে জানিয়েছেন তার হাঁটুর ব্যথার কারণে তিনি সঠিক নিয়মে অভ্যাস করতে পারছেন না। তাই বছর আনতে অবসর নেওয়ার কথাও ভাবছেন। ভারতীয় প্রথম মহিলা অলিম্পিক্স এ সিঙ্গেলসে ব্রোঞ্জ পদক জয় করে ২০১২ সালে ইতিহাস গড়েছিলেন।

সম্প্রতি প্যারিস অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন গগন নারাঙ্গের পডকাস্টে সাইনা জানান তার আর্থ্রাইটিসের কথা। যার ফলে হাঁটুর অবস্থা খারাপ। সেই কারণবশত তিনি এখন আর 8 থেকে 9 ঘন্টা প্র্যাকটিস করতে পারেন না। তিনি জানান এইরকম অবস্থায় পৃথিবীর সেরা খেলোয়ারদের চ্যালেঞ্জ জানানো অসম্ভব। তার মতে বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ করার জন্য কম করে দু’ঘণ্টা প্র্যাকটিস করা প্রয়োজন। তাতেও সাফল্য আসা সম্ভব হয় না।
সাইনার শেষ ম্যাচ ছিল গত বছরে সিঙ্গাপুর ওপেন। এরপর তাকে আর টুর্নামেন্ট খেলতে দেখা যায়নি। ভারতীয়রা আর হয়তো এই ৩৪ বছরের তারকাকে প্রতিনিধিত্ব করতে দেখবে না।
তবে অবসর নেওয়ার কথা নিশ্চিত করেননি সাইনা।