যারা সিনেমা হলে গিয়ে ‘কল্কি ২৮৯৮ এডি’ দেখতে পারেননি, তাদের জন্য দারুণ খবর! এবার ব্লকবাস্টার এই সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। হিন্দি ভাষার সংস্করণটি খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে, আর অন্যান্য ভাষার সংস্করণ দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
শোনা যাচ্ছে, আগামী ২২ আগস্ট ওটিটিতে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’। এই শনিবারই নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স জানিয়েছে, “যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে আগস্ট দেখুন ‘কল্কি ২৮৯৮ এডি’ এর হিন্দি সংস্করণ।” একই দিন, অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে যে ২২ আগস্ট থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’ প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে। প্রাথমিকভাবে তেলেগু ভাষায় মুক্তি পাওয়া ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম সংস্করণও পরবর্তী সময়ে এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

নাগ অশ্বিনের পরিচালনায় নির্মিত এই ছবিটি ভারতীয় পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর একটি চমৎকার মিশ্রণ। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। এছাড়াও আছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, এবং কমল হাসান সহ আরও অনেকেই।
এত তারকার সমাহারে এবং দারুণ কাহিনীতে নির্মিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পেলে সেটা দর্শকদের জন্য নিঃসন্দেহে এক বিরাট পাওনা।