দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির মধ্যেই চলবে অস্বস্তি, উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা

Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির মধ্যেই চলবে অস্বস্তি, উত্তরবঙ্গে নতুন করে সতর্কতা

বঙ্গবাসীর কাছে রোদ যেন স্বপ্নের মতো। টানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ, আর উত্তরবঙ্গে নতুন করে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, রোদের দেখা কবে?

আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।

শুক্রবারে বৃষ্টির দাপট বাড়বে পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে।
শনিবার থেকে মঙ্গলবার অবধি বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।

যদিও মঙ্গলবার থেকে কিছুটা কমবে বৃষ্টিপাত, তবে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি


উত্তরে জারি কমলা সতর্কতা, পাহাড়ে ধসের আশঙ্কা

আজ বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।

শুক্রবার-রবিবার: এই সময়ে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে।
সোমবার: ফের অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।
মঙ্গলবারেও এই পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস।

সতর্কতা: তিস্তা, তোর্সা ও জলঢাকায় জলস্তর বাড়বে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা। দার্জিলিং-কালিম্পং পাহাড়ে ধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


কলকাতার আবহাওয়া

আজ কলকাতায় থাকবে মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০°C এবং গতকালের সর্বোচ্চ ছিল ২৯.২°C। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১% থেকে ৯৮%।
আজ বৃষ্টি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।


সামনের কয়েকদিনের সম্ভাব্য পূর্বাভাস (সংক্ষিপ্তভাবে):

দিনদক্ষিণবঙ্গউত্তরবঙ্গ
বৃহস্পতিবার (৭ অগাস্ট)ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়াঅতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা
শুক্রবারপশ্চিমে ভারী বৃষ্টিবিক্ষিপ্ত ভারী বৃষ্টি
শনিবার-রবিবারদুই-এক পশলা বৃষ্টি, আর্দ্রতা বাড়বেভারী বৃষ্টি অব্যাহত
সোমবার-মঙ্গলবারআংশিক বৃষ্টিপাত, গরম বাড়বেফের অতি ভারী বৃষ্টি, পাহাড়ে ধসের আশঙ্কা

আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা থাকায় সতর্কতা বজায় রাখা জরুরি। বাইরে বেরোনোর আগে ছাতা বা রেনকোট নেওয়া আবশ্যিক। পাহাড়ি এলাকায় যাত্রার পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখাই ভাল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!