দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আইপিএল জয়ে বিরাট-অনুষ্কার ‘কাপল গোলস’ মুহূর্ত ভাইরাল, ফ্যানেরা বলছেন ‘সবচেয়ে কিউট মোমেন্ট’

আইপিএল জয়ে বিরাট-অনুষ্কার ‘কাপল গোলস’ মুহূর্ত ভাইরাল, ফ্যানেরা বলছেন ‘সবচেয়ে কিউট মোমেন্ট’

আইপিএল ২০২৫-এর প্লে-অফের উত্তেজনার মধ্যেই নজিরবিহীন আবেগের সাক্ষী রইল ক্রিকেট দুনিয়া। লখনউয়ের একানা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়োৎসবের সময়, বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার এক মিষ্টি মুহূর্ত ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

দলের জয় উদ্‌যাপন চলাকালীন মাঠের স্ট্যান্ডে উপস্থিত অনুষ্কার দিকে তাকিয়ে থমকে যান বিরাট। দুজনের চোখাচোখি হতেই অনুষ্কার তরফ থেকে একটি ফ্লাইং কিস ছোঁড়া হয় বিরাটের উদ্দেশে, আর বিরাটও তা ফিরিয়ে দেন। এই আবেগঘন ‘কাপল গোলস’ মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়ে মুহূর্তে ভাইরাল হয়েছে। নেটিজেনরা বলছেন, “এই মুহূর্তটিই আইপিএল ২০২৫-এর সবচেয়ে কিউট দৃশ্য।”

এই ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে জায়গা পাকা করেছে বেঙ্গালুরু। ম্যাচে দলের সেরা পারফরমারদের একজন ছিলেন বিরাট কোহলি, যাঁর ফর্ম ২০২৫ আইপিএল জুড়ে প্রশংসনীয়। এখনও পর্যন্ত তিনি ১২টি ম্যাচে করেছেন ৫৪৮ রান, যার মধ্যে রয়েছে ৭টি হাফ-সেঞ্চুরি।

এর আগেও অনুষ্কা ও বিরাটকে একসঙ্গে দেখা গিয়েছিল অযোধ্যায় রামমন্দির এবং হনুমানগড়ি মন্দিরে পুজো দিতে। সেই সফরেও তাঁদের আধ্যাত্মিকতা নজর কেড়েছিল ভক্তদের। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিরাট এখন পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন এবং আধ্যাত্মিকতা ও মানসিক শান্তির দিকে মনোযোগ দিচ্ছেন বলেও জানা গেছে।

বিরাটের ফর্মে ভর করে আইপিএল ট্রফির স্বপ্ন আরসিবি ভক্তদের

বিরুষ্কার এই ভালোবাসার মুহূর্তে যেমন আবেগের ছোঁয়া রয়েছে, তেমনই বিরাট কোহলির ব্যাটিংয়ে রয়েছে ধারাবাহিকতা ও দৃঢ়তা। ফ্যানেরা এখন আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন – এই ফর্ম যদি প্লে অফ ও ফাইনালে বজায় থাকে, তবে এবারের আইপিএল ট্রফি হয়তো বেঙ্গালুরুর ঘরেই আসবে।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে #CoupleGoals

এই রোম্যান্টিক মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে #Virushka ও #CoupleGoals হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করেছে। এমনকি ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সেলিব্রিটি ও সাধারণ নেটিজেনরাও এই ছবিগুলো শেয়ার করছেন। এক কথায়, মাঠের বাইরেও বিরাট-অনুষ্কার জুটি যেন হয়ে উঠেছে আইপিএল ২০২৫-এর আবেগময় চর্চার কেন্দ্রবিন্দু।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!