Ad_vid_720X90 (1)
Advertisment
কলকাতায় ‘ছাবা’র প্রচারে ঝড় তুললেন ভিকি কৌশল! হলুদ ট্যাক্সিতে চড়ে বাংলায় অনুরোধ – “এবার ১৪ তারিখ ছাবা দিবস”

কলকাতায় ‘ছাবা’র প্রচারে ঝড় তুললেন ভিকি কৌশল! হলুদ ট্যাক্সিতে চড়ে বাংলায় অনুরোধ – “এবার ১৪ তারিখ ছাবা দিবস”

বলিউড তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) কলকাতার দর্শকদের মন জয়ের জন্য বেছে নিলেন এক অনন্য প্রচার কৌশল। শহরে পা রেখেই বাংলার স্বাদ নিতে গুড়ের রসগোল্লা ও সন্দেশ চেখে দেখলেন, আর তার পরেই শুরু করলেন নিজের নতুন সিনেমা ‘ছাবা’ (Chhaava)-র প্রচার। হলুদ ট্যাক্সিতে চড়ে ঝরঝরে বাংলায় সিনেমা দেখার অনুরোধ জানানো থেকে শুরু করে প্রিয়া সিনেমা হলে দর্শকদের মন জিতে নেওয়া—সব কিছুতেই ভিকির আন্তরিকতা স্পষ্ট।

হলুদ ট্যাক্সিতে ভিকি: বাংলায় দর্শকদের প্রতি বিশেষ বার্তা

কলকাতায় সিনেমা প্রচারে আসা বলিউড তারকাদের হলুদ ট্যাক্সিতে চড়ার ট্রেন্ড নতুন নয়। অতীতেও বহু হিন্দি সিনেমার প্রচারে তারকারা এই পথ বেছে নিয়েছেন। তবে ভিকির প্রচার কৌশলকে আলাদা করেছে তার বাংলা বলার দক্ষতা। পাঞ্জাবি পরিবারের ছেলে হয়েও প্রায় নির্ভুল বাংলায় কথা বলে চমকে দিলেন তিনি।

ট্যাক্সির ভিতর বসেই করজোড়ে নমস্কার জানিয়ে কলকাতার মানুষের কুশল জিজ্ঞাসা করলেন ভিকি। এরপর বললেন, “আমার সিনেমা আসছে ‘ছাবা’। তাড়াতাড়ি পরিবার আর বন্ধুদের সঙ্গে গিয়ে দেখে আসুন। কারণ এবছর ভ্যালেন্টাইনস ডে নয়, ১৪ তারিখ ‘ছাবা’ দিবস।” বাংলা বলার পরই ট্যাক্সিচালককে প্রশ্ন করলেন, “কী ঠিক আছে তো?” উত্তরে ট্যাক্সিচালক তাকে প্রশংসার বড় সার্টিফিকেট দিলেন। এরপর বাংলাতেই চালককে বললেন, “চলো”, যা আরও বেশি করে কলকাতার দর্শকদের হৃদয়ে জায়গা করে দিল।

প্রিয়া সিনেমা হলে দর্শকদের সঙ্গে ভিকির মুগ্ধকর মুহূর্ত

শহরের অন্যতম জনপ্রিয় সিনেমাহল প্রিয়া সিনেমা হলে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে আসার জন্য ক্ষমা চেয়ে নিলেন সবার সামনে। তারপর দর্শকদের উদ্দেশে ঝরঝরে বাংলায় প্রশ্ন করলেন, “ট্রেলার দেখে গায়ে কাঁটা দিল?”

এতেই উল্লাসে ফেটে পড়ল হলভর্তি দর্শক। করতালি, চিৎকারে মুখর হয়ে উঠল গোটা হল। দর্শকদের প্রতিক্রিয়া দেখে স্পষ্ট, ভিকির প্রচার কৌশল কলকাতাবাসীর মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।

বিতর্ক এড়িয়ে ‘ছাবা’র গল্পকেই গুরুত্ব দিলেন ভিকি

সম্প্রতি ‘ছাবা’ সিনেমার গান নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খুললেন ভিকি কৌশল। তিনি স্পষ্ট জানালেন, “কোনও একটি দৃশ্য বা বিতর্কের চেয়ে সম্ভাজি মহারাজের জীবনগল্প দর্শকদের কাছে তুলে ধরা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

কেন বিশেষ ‘ছাবা’? জানুন সিনেমার গল্প

ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাটি মারাঠা সম্রাট সম্ভাজি মহারাজের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত। পরিচালনায় লক্ষ্মণ উতেকর, এবং ছবিতে ভিকির বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মন্দানা (Rashmika Mandanna)। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা একাধিক চমকপ্রদ মুহূর্ত নিয়ে হাজির হতে চলেছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!