দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

১৪ বছরেই ইতিহাস! বৈভব সূর্যবংশীর ৫২ বলে সেঞ্চুরি, ইংল্যান্ডে যুব ক্রিকেটে তাণ্ডব

১৪ বছরেই ইতিহাস! বৈভব সূর্যবংশীর ৫২ বলে সেঞ্চুরি, ইংল্যান্ডে যুব ক্রিকেটে তাণ্ডব

ইংল্যান্ডে রেকর্ডবুকে নাম তুললেন বৈভব সূর্যবংশী! মাত্র ১৪ বছর বয়সে ভারতের এই বিস্ময় বালক অনূর্ধ্ব‑১৯ একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাত্র ৫২ বলে সেঞ্চুরি করে গড়লেন বিশ্বরেকর্ড। এর আগে পাকিস্তানের কামরান গুলাম ৫৩ বলে শতরান করে রেকর্ডের মালিক ছিলেন।

লন্ডনে আয়োজিত সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমেই আগ্রাসী মেজাজে শুরু করেন বৈভব। শেষ পর্যন্ত তিনি ৭৮ বলে ১৪৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও ১০টি বিশাল ছয়

১৪ বছরেই ইতিহাস! বৈভব সূর্যবংশীর ৫২ বলে সেঞ্চুরি, ইংল্যান্ডে যুব ক্রিকেটে তাণ্ডব

⚡ আগেও নজর কেড়েছিলেন বৈভব

  • ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব‑১৯ টেস্ট ম্যাচে মাত্র ৫৬ বলে শতরান করেছিলেন বৈভব।
  • চলতি মরশুমের আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করে তাক লাগিয়ে দিয়েছিলেন।
  • এই সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন বৈভব—চার ম্যাচে তার রান ৩০০’রও বেশি!
১৪ বছরেই ইতিহাস! বৈভব সূর্যবংশীর ৫২ বলে সেঞ্চুরি, ইংল্যান্ডে যুব ক্রিকেটে তাণ্ডব

🏏 ভবিষ্যতের “সুপারস্টার”?

বিশেষজ্ঞদের মতে, বৈভব সূর্যবংশী এখনই জাতীয় দলে চোখ রাখার মতো পারফরম্যান্স করছেন। কেবল বয়স নয়, আন্তর্জাতিক মানের ব্যাটিং মেজাজ, শটের বৈচিত্র্য এবং মানসিকতা তাঁকে আগামিদিনে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নিতেই সাহায্য করবে।

১৪ বছরেই ইতিহাস! বৈভব সূর্যবংশীর ৫২ বলে সেঞ্চুরি, ইংল্যান্ডে যুব ক্রিকেটে তাণ্ডব

বৈভব সূর্যবংশীর এই রেকর্ড কেবল একটি কীর্তি নয়—এ এক বার্তা। যে বার্তা বলে দেয়, ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের তারকা কোথাও বসে ধীরে ধীরে তৈরি হচ্ছে বিস্ফোরণের জন্য। সময় বলবে, এই কিশোর একদিন ভারতের ইতিহাসে কোথায় পৌঁছন।


আরও ক্রিকেট আপডেট পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে। 🏏
আপনার মতামত দিন কমেন্টে – বৈভব কি আগামী বিরাট কোহলি হতে পারেন?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!