দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়, ৩১ বলে ৮৬! উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত ভারতের নতুন ‘সুপারস্টার’-এর

১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়, ৩১ বলে ৮৬! উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত ভারতের নতুন 'সুপারস্টার'-এর

১৪ বছরের এক কিশোরের ব্যাটে যেন ঝড় উঠল ক্রিকেট মাঠে! ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে আবারও বিধ্বংসী ইনিংস উপহার দিল বৈভব সূর্যবংশী। মাত্র ৩১ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংসে ন’টি ছক্কা ও ছ’টি চার মেরে ভারতের জয় অনেকটা সহজ করে তোলে এই বাঁহাতি ব্যাটার।

এই ম্যাচে অধিনায়ক আয়ুষ মাত্রে না থাকায় দলনেতার দায়িত্ব ছিল অভিজ্ঞান কুন্ডুর হাতে। তার সঙ্গেই ওপেন করতে নেমেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন বৈভব। পাওয়ার প্লে-র পুরো সুবিধা তুলে নিয়ে মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। যদিও শতরানের দিকে এগিয়ে যাওয়ার আগে ৩১তম বলে থামতে হয় তাঁকে। তবু তার ইনিংসই ভারতের জয় নিশ্চিত করে দেয়।

১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়, ৩১ বলে ৮৬! উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত ভারতের নতুন 'সুপারস্টার'-এর

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৬৮ রান তোলে। বৃষ্টির কারণে ম্যাচটি ৪০ ওভারে নেমে আসে। টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা হয় দুর্দান্ত। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারতীয় দল।

এই সিরিজেই বৈভবের ধারাবাহিকতা চমকে দেওয়ার মতো।
🔹 প্রথম ম্যাচে ১৯ বলে ৪৮ (৩ চার, ৫ ছয়)
🔹 দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ (৫ চার, ৩ ছয়)
🔹 তৃতীয় ম্যাচে ৩১ বলে ৮৬ (৬ চার, ৯ ছয়)

১৪ বছরের বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড়, ৩১ বলে ৮৬! উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত ভারতের নতুন 'সুপারস্টার'-এর
বৈভব সূর্যবংশী

আইপিএল মাতিয়ে এবার জাতীয় দলের নজরে

মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে কোটি টাকা তুলে নিয়েছে বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার ২০২৫ আইপিএলে সাতটি ম্যাচে ২৫২ রান করে ক্রিকেটবিশ্বের দৃষ্টি কেড়ে নেয়। স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫ — যা বিস্ফোরক ব্যাটিংয়ের নিদর্শন।

সর্বাধিক ১০১ রানের ইনিংস খেলা এই ক্রিকেটারকে ইতিমধ্যেই ‘ফিউচার সুপারস্টার’ বলছেন অনেকে। রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে জাতীয় স্তরে নিজেকে গড়ে তুলছে এই প্রতিভাবান কিশোর।


বৈভব সূর্যবংশীর এই পারফরম্যান্স শুধু অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতের ভারতীয় জাতীয় দলের এক সম্ভাব্য স্তম্ভের আগমনের সংকেত। এমন খেলোয়াড়ের প্রতিভা যদি ঠিকভাবে বিকশিত হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ যে উজ্জ্বল হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!