দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মেটাল ডিটেক্টরে কি ধরা পড়বে এবার টুকলি? উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই বড় সিদ্ধান্ত রাজ্যের

পরীক্ষা কেন্দ্রে টুকলি এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা এড়াতে নয়া পদক্ষেপ রাজ্যে। রাজ্য জুড়ে এবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর, এমনই সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত সংসদের। আগামী ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে।২০২৫-এর উচ্চ মাধ্যমিক ঘিরে আরও বেশি সতর্কতার পথে শিক্ষা সংসদ। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলি নিয়ে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শিক্ষা সংসদ সূত্র জানিয়েছে ওই কেন্দ্রগুলিতে রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নামক বিশেষ যন্ত্র বসানো হবে। এর পাশাপাশি, সমস্ত স্কুলকে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর নিরাপত্তার স্বার্থে স্কুলগুলিকে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল শিক্ষা সংসদের তরফে। এ ছাড়াও যে সমস্ত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র ছিল, সেগুলির নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে মেটাল ডিটেক্টর ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও পরীক্ষা শুরুর খানিক পরেই বেশ কিছু জেলায় উচ্চ মাধ্যমিকের প্রশ্ন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২০২৫-এর উচ্চ মাধ্যমিকে যাতে এমন পরিস্থিতি ফের না দেখা যায়, তারই প্রস্তুতি নিতে তৎপর শিক্ষা সংসদ। কাউন্সিলের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, ‘‘প্রত্যেক বছরই নিরাপত্তা আঁটসাঁট করার ব্যবস্থা করি। গত বছর সিসিটিভি বাধ্যতামূলক ছিল, এই বছর মেটাল ডিটেক্টর রাখার অনুরোধ করেছি স্কুলগুলিকে।’’পরীক্ষা কেন্দ্রে যাতে কোনও অবাঞ্ছিত অভিযোগ না ওঠে সেই কারণে এই সিদ্ধান্ত বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।

Written by:

Farzana Parvin,
Asutosh College,
Journalism Dept.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!