কাশ্মীর ইস্যুতে আবারও সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে কথা বলে কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করতে চান। তাঁর বক্তব্য, “হাজার বছর ধরে চলা এই সমস্যার কোনও স্থায়ী সমাধান খোঁজার সময় এসেছে।”
তবে ট্রাম্পের এই বক্তব্যকে কোনও গুরুত্ব না দিয়েই সাফ জানিয়ে দিল ভারত—কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই ইস্যুতে তৃতীয় পক্ষের কোনও রকম হস্তক্ষেপ মানা হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, এই প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্ট করে জানিয়েছে, কাশ্মীর বিষয়ে কোনও আন্তর্জাতিক মধ্যস্থতা মেনে নেওয়া হবে না।
ভারতের অবস্থান একেবারে স্পষ্ট—কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। পাক-অধিকৃত কাশ্মীরই আমাদের ফেরত চাই, সেটাই আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, এর আগেও ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল। কিন্তু সেই ঘোষণার পরেও পাকিস্তান একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। যার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন প্রস্তাব ভারত কূটনৈতিকভাবে খারিজ করে দিলেও পাকিস্তানের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে কূটনৈতিক মহলের ধারণা, ভারত নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনও আপস করবে না।
কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া মনোভাব শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মহলেও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাই ভবিষ্যতে কোনও বিদেশি রাষ্ট্রনেতা এই ইস্যুতে হস্তক্ষেপ করতে চাইলে, তাদেরও একই বার্তা পেতে হবে—কাশ্মীর ভারতের এবং থাকবে ভারতেরই।