টম ক্রুজের বলিউড প্রেম: ভারতে সিনেমা বানাতে চান ‘মিশন ইম্পসিবল’ তারকা

টম ক্রুজের বলিউড প্রেম: ভারতে সিনেমা বানাতে চান ‘মিশন ইম্পসিবল’ তারকা

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছেন, তিনি বলিউড সিনেমার ভক্ত এবং ভবিষ্যতে ভারতে এসে একটি বলিউড ঘরানার সিনেমা বানাতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এর প্রচারে এই ঘোষণা করে ভারতীয় অনুরাগীদের আরও একবার চমকে দিলেন তিনি।

টম ক্রুজের বলিউড প্রেম: ভারতে সিনেমা বানাতে চান ‘মিশন ইম্পসিবল’ তারকা

বলিউড সিনেমার প্রতি ভালোবাসা

এক সাক্ষাৎকারে টম ক্রুজ বলেন, “আমি বলিউড সিনেমা দেখতে ভালোবাসি। ভারতীয় সিনেমার গান, নাচ, আবেগ এবং সংস্কৃতি আমাকে খুব টানে।” তিনি আরও জানান, হিন্দি সিনেমার চিত্রনাট্য ও বর্ণাঢ্য উপস্থাপনা তাঁকে মুগ্ধ করে।

ভারতে শুটিংয়ের অভিজ্ঞতা

টম ক্রুজ ২০১১ সালে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’-এর প্রচারে মুম্বই এবং আগ্রায় এসেছিলেন। তাজমহল দেখার অভিজ্ঞতা এবং ভারতীয় আতিথেয়তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই স্মৃতিই আজ তাঁকে আবার ভারতের দিকে টানছে।

টম ক্রুজের বলিউড প্রেম: ভারতে সিনেমা বানাতে চান ‘মিশন ইম্পসিবল’ তারকা

ভারতকে ভালোবেসে হিন্দিতে বার্তা

টম ক্রুজ ভারতীয় অনুরাগীদের উদ্দেশে হিন্দিতে বলেন, “ম্যায় আপ সবকে বহুত প্যায়ার করতা হুঁ।” তাঁর মুখে এই হিন্দি উচ্চারণ শুনে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আবেগের জোয়ার।

বলিউড-হলিউডের সংযোগে নতুন সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে, টম ক্রুজের মতো গ্লোবাল তারকা যদি ভারতে সিনেমা করেন, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে বলিউডের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। একইসঙ্গে দুই ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক আদানপ্রদানও বেড়ে যাবে।

‘মিশন ইম্পসিবল’-এর ভারতীয় সফলতা

‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ইতিমধ্যে ভারতে ইংরেজি, হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছে এবং ভালো রকম ব্যবসাও করেছে। এই সফলতাই টম ক্রুজকে ভারতে আরও বেশি সময় কাটাতে উৎসাহ জুগিয়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!