দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আবারও টলিপাড়ায় তোলপাড়! নতুন ডিরেক্টরস গিল্ড ছাড়লেন একঝাঁক পরিচালক, উঠছে অস্তিত্ব সংকটের প্রশ্ন

আবারও টলিপাড়ায় তোলপাড়! নতুন ডিরেক্টরস গিল্ড ছাড়লেন একঝাঁক পরিচালক, উঠছে অস্তিত্ব সংকটের প্রশ্ন

৪ঠা জুন, ২০২৪ | কলকাতা:
টলিপাড়ায় ফের একবার বড়সড় চমক। নতুন ডিরেক্টরস গিল্ড থেকে এবার দল বেঁধে পদত্যাগ করলেন একাধিক বিশিষ্ট ও উদীয়মান পরিচালক। সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পর এবার গিল্ড ছাড়লেন সৌমেন হালদার (ডিরেক্টরস গিল্ডে ভাইস প্রেসিডেন্ট), সৃজিত রায়, সুদীপ নাগ, অয়ন চক্রবর্তী, নীতিন মান্না, পম্পি ঘোষ মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করেছেন গিল্ডের সেক্রেটারি সুদেষ্ণা রায়। তাঁর কথায়, “ওঁরা পদত্যাগ করেছেন, এটা জানি। তবে এটা ওঁদের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এখন আমার ছবির ইভেন্ট নিয়ে ব্যস্ত, এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারব না।”

জানা গেছে, পদত্যাগকারীরা ফেডারেশনকে ই-মেইলের মাধ্যমে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। যদিও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের কোনও মন্তব্য মেলেনি, কারণ ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে বহুদিন ধরেই বিবাদ লেগেই রয়েছে। তার মধ্যেই গঠিত হয় নতুন ডিরেক্টরস গিল্ড। কিন্তু সাম্প্রতিক পদত্যাগের হিড়িকে নতুন করে প্রশ্ন উঠছে গিল্ডের ভিত মজবুত কি না, কিংবা আদৌ এই সংগঠনের ভবিষ্যৎ কী?

এই প্রেক্ষিতে মনে রাখা প্রয়োজন, গত ১লা মার্চ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় দুই গুরুত্বপূর্ণ পদে রদবদল ঘটে। অনুপ সেনগুপ্ত কার্যকরী সভাপতি এবং স্বরূপ বিশ্বাস প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। এই ঘটনার পর থেকেই ইঙ্গিত মিলছিল যে নতুন গিল্ডের ওপর আস্থা হারাচ্ছেন অনেকেই।

তবে কী রাজনৈতিক চাপ? না কি অভ্যন্তরীণ কোন্দল? এই প্রশ্নের এখনও মেলেনি সরাসরি উত্তর। কিন্তু টলিউডের অন্দরে এখন গুঞ্জন, একের পর এক পরিচালকের এই পদত্যাগ নতুন গিল্ডের অস্তিত্ব সংকটের দিকেই ইঙ্গিত করছে।

সামগ্রিক মূল্যায়ন:
টলিপাড়ার এই নাটকীয় রদবদল ভবিষ্যতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সংগঠনগুলির অবস্থান এবং ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, পুরনো গিল্ড আবারও নেতৃত্বে ফিরে আসতে পারে কিনা, আর নতুন গিল্ড আদৌ টিকে থাকতে পারে কিনা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!