নতুন কর্মসংস্থানের দ্বার খুলতে চলেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের বিকাশে বড় পদক্ষেপ হিসেবে, নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে নতুন দফতর গড়তে চলেছে দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা Tata Consultancy Services (TCS)।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করে জানিয়েছেন, ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (NKDA) ইতিমধ্যেই প্রথম ধাপের (Phase One) ভবন নির্মাণের জন্য ২০ একর জমি বরাদ্দ করেছে। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্পে রাজ্যের অগ্রগতি আরও একধাপ এগোবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
I am pleased to share that the New Town Kolkata Development Authority (NKDA) has sanctioned the Phase-I building plan for the TCS office campus at Bengal Silicon Valley, spread over 20 acres.
— Mamata Banerjee (@MamataOfficial) June 24, 2025
In this first phase, 9 lakh sq. ft. of world-class infrastructure, including an…
প্রকল্পের দুই ধাপ – কী থাকছে কোন পর্বে?
➡️ প্রথম পর্যায়ে নির্মাণ হবে ১১ তলা বিশিষ্ট একটি বিশ্বমানের অফিস টাওয়ার, যার আয়তন হবে ৯ লক্ষ বর্গফুট। এতে প্রায় ৫,০০০ জন কর্মসংস্থান হবে বলে আশা।
➡️ দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে সম্প্রসারণ হবে, যাতে ২০,০০০ জনের কাজের সুযোগ তৈরি হবে।
➡️ সব মিলিয়ে ২৪ লক্ষ বর্গফুট ক্যাম্পাস তৈরি হবে এবং ২৫,০০০ সরাসরি চাকরি মিলবে।
তথ্যপ্রযুক্তি শিল্পে বাংলার অগ্রগতি
মুখ্যমন্ত্রীর মতে, এই উদ্যোগ বাংলার প্রযুক্তি শিল্পের অগ্রগতির এক উজ্জ্বল উদাহরণ। তিনি বলেন, “যাঁরা ধারাবাহিক ভাবে বাংলাকে অপমান করেন এবং আমাদের অগ্রগতিকে তাচ্ছিল্যের চোখে দেখেন, তাঁদের কাছে আমরা কর্মদক্ষতার নজির দেখালাম।”
NKDA সূত্রে জানা যাচ্ছে, গত তিন বছরে নিউ টাউনে তথ্যপ্রযুক্তি এবং ডেটা সেন্টার সংক্রান্ত শিল্পের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৬.৫ লক্ষ বর্গমিটার জমি। যা প্রমাণ করে, নিউ টাউন ক্রমে হয়ে উঠছে রাজ্যের নতুন IT Hub।
চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ
এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রযুক্তি ক্ষেত্রে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য খুলে যাবে নতুন দিগন্ত। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি ক্ষেত্রে দক্ষ পেশাদারদের চাহিদা বাড়বে অনেকগুণ।
বাংলা এগোচ্ছে তথ্যপ্রযুক্তির পথেই
টিসিএস-এর এই নতুন ক্যাম্পাস প্রকল্প শুধু কর্মসংস্থানই নয়, রাজ্যের উন্নয়ন এবং প্রযুক্তি পরিকাঠামোর বিকাশের দিক থেকেও এক ঐতিহাসিক পদক্ষেপ। নিউ টাউন ইতিমধ্যেই হয়ে উঠছে বাংলার ‘সিলিকন ভ্যালি’, আর এই উদ্যোগ সেই ভাবনাকে বাস্তবের রূপ দিতে চলেছে।
শেয়ার করুন এই খবর, জানিয়ে দিন বন্ধুদের — বাংলায় আসছে ২৫,০০০ চাকরির সুযোগ!