বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি, গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর নতুন বার্তা

শিরোনাম: বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি, গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গোষ্ঠীর নতুন বার্তা

বলিউড তারকা সলমন খানকে ফের হুমকি দিল লরেন্স বিশ্নোই গোষ্ঠী। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে এই হুমকির বার্তা পাঠানো হয়েছে। জানা গিয়েছে, একটি গানের কারণে এই উত্তেজনা ছড়িয়েছে। গানটি সলমন এবং বিশ্নোই গোষ্ঠীকে সম্পর্কিত করে লেখা হয়েছে বলে দাবি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে গ্যাংস্টারের সমর্থকরা। তাদের বক্তব্য, এই গানের স্রষ্টার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে এবং সলমনকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, ওই লেখককে বাঁচিয়ে দেখাতে।

বিশ্নোই গোষ্ঠী অভিযোগ করেছে যে, সলমন খানের সাথে সম্পর্কিত করে একটি গান লেখা হয়েছে, যা তাদের অসন্তুষ্ট করেছে। তারা হুমকি দিয়েছে যে, এক মাসের মধ্যে ওই গানের লেখককে খুঁজে প্রতিশোধ নেবে। সলমনের উদ্দেশ্যে বার্তা

error: Content is protected !!