সেন্সরের ছাড়পত্র পেল আমির খানের ‘সিতারে জমিন পার’, ২০শে জুন বড়পর্দায় আসছে সিনেমাটি!

আমির খানের বহু প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পার পেয়েছে CBFC-র চূড়ান্ত ছাড়পত্র। ‘তারে জমিন পার’-এর আত্মিক সিক্যুয়েল হিসেবে পরিচিত এই ছবি ২০শে জুন, ২০২৫-এ মুক্তি পেতে চলেছে শুধুমাত্র প্রেক্ষাগৃহে।