দক্ষিণ হাবড়ার ‘সাঁজবাতি’ মহিলা নেশামুক্তি কেন্দ্রে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ

দক্ষিণ হাবড়ার 'সাঁজবাতি' মহিলা নেশামুক্তি কেন্দ্রে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ

দক্ষিণ হাবড়ার ‘সাঁজবাতি’ নামক মহিলা নেশামুক্তি কেন্দ্রে একাধিক মহিলার শ্লীলতাহানি ও নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় মালিক পিনাকী করের নাম উল্লেখ করা হয়েছে। মূলত কেন্দ্রটি পরিচালনা করেন মালা বসুকর, যিনি পিনাকী করের স্ত্রী।

এই নেশামুক্তি কেন্দ্রের একজন মহিলা রোগী অভিযোগ করেছেন যে সেখানে রোগীদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। জলের পাইপ দিয়ে মারধর করা হয় এবং তাদেরকে পোষ্যের পটি খেতে বাধ্য করা হয়। অভিযোগকারী জানান, ভর্তি হওয়ার দিন থেকেই বিনা কারণে তার উপর নির্যাতন শুরু হয়। তিনি ওই কেন্দ্র থেকে বেরিয়ে এসে অন্যান্য রোগীদের সাথে যোগাযোগ করেন এবং জানতে পারেন, তাদের সাথেও একই ধরনের আচরণ করা হয়েছে।

error: Content is protected !!