কিয়ারা আডভানি অভিনীত ‘গেম চেঞ্জার’-এ ‘জবিলাম্মা’ চরিত্রে পোস্টার প্রকাশ তাঁর জন্মদিনে

কিয়ারা আডভানি অভিনীত ‘গেম চেঞ্জার’ ছবিতে তিনি জবিলাম্মা চরিত্রে অভিনয় করবেন। পরিচালক শংকর এবং রাম চরণের এই ছবির নতুন পোস্টার ৩২তম জন্মদিন উপলক্ষে ৩১ জুলাই প্রকাশিত হয়েছে।
পোস্টার প্রকাশের আনন্দ
৩১ জুলাই কিয়ারা আডভানির জন্মদিন উপলক্ষে নতুন পোস্টারটি প্রকাশ করে প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস। পোস্টারে লেখা হয়েছে, “টিম #GameChanger কিয়ারা আডভানিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। তাঁর উজ্জ্বল শক্তি শীঘ্রই আপনার হৃদয়কে মুগ্ধ করবে।”
Team #GameChanger wishes our Jabilamma Aka @advani_kiara a very Happy Birthday ❤️
Her vibrant energy will soon enchant your hearts 💥
Mega Powerstar @AlwaysRamCharan @shankarshanmugh @MusicThaman @DOP_Tirru @artkolla @SVC_official @ZeeStudios_ @zeestudiossouth @saregamaglobal… pic.twitter.com/PJMkzLTX4y—